শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   506 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটের উদ্বোধন

 

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রানকেন্দ্রে ৭৩ স্ট্রিটের নাম হলো বাংলাদেশ স্ট্রিট। বাংলাদেশের স্বাধীনতা দিবসে ২৬ মার্চ রোববার নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষণান বাংলাদেশ স্ট্রিটের নামফলক উন্মোচন করেন। এ সময় শত শত প্রবাসী বাংলাদেশী বাংলাদেশ জিন্দাবাদ ও জয় বাংলা শ্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। কুইন্স ব্যরোর জ্যাকসন হাইটস বাংলাদেশিদের গুলিস্থান ও মতিঝিল। বাংলাদেশি মালিকানায় কয়েক শত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এ এলাকায়। বাংলাদেশিদের পদচারনা, সভা সমিতি ও আড্ডায় দিনরাত মুখরিত থাকে এলাকাটি। ৭৩ স্ট্রিটের নামটি বাংলাদেশ স্ট্রিটের নামকরনের মধ্যদিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পূরন হলো। উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্থানীয় কমিউনিটি বোর্ড সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদের নেতৃত্বে অর্ধ শতাধিক বাংলাদেশি সেখানে উপন্থিত হন। তারা জয় বাংলা ও জয় বাংলাদেশ শ্লোগান দিতে থাকেন। গিয়াস-তারেক ও হারুন-সোলায়মানের নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের দুটি গ্রুপ আগ থেকেই সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় কাউন্সিলম্যান কৃষণান সড়কটির উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের নামে সড়কটি উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জাফর মাহমুদদের মতো সাহসী সন্তানদের ত্যাগ তিতিক্ষাতেই বাংলাদেশের অভ্যূদয়। তার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও রাস্তায় বাংলাদেশের নামে বিভিন্ন স্থাপনার নামকরন হচ্ছে। কুইন্সের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসে উদ্বোধন হলো বাংলাদেশ স্ট্রিট। এ সময় আরও বক্তব্য রাখেন কংগ্রেসওম্যান গ্রেস মেং,স্টেট এসেমব্লিওম্যান ক্যাটরিনা কুরুজ,মাইকেল জিনারো, স্টেট এসেমব্লিওম্যান জেসিকা গোনজালেজ, সিটি কাউন্সিলওম্যান লিন্ডা লি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশি মিলন রহমান।

 


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বীর মুক্তিযোদ্ধা ও বাংলা হোম কেয়ারের কর্ণধার আবু জাফর মাহমুদ,সিনিয়র সাংবাদিক মনজুর আহমদ, জাকারিয়া মাসুদ জিকু, পিয়ার মোহাম্মদ, বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ,কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মইন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলায়মান, মহিউদ্দিন দেওয়ান,আব্দুস সামাদ আজাদ,ইভান খান, নাইমা খান, শেখ আতিকুর রহমান, আবুল কাশেম, রুহুল আমিন, কামরুজ্জামান কামরুল,লায়ন জিলানী, দুলাল মিয়া, ফকরুল ইসলাম দেলোয়ার, কৃষিবিদ আশরাবুজ্জামান, মোর্শেদা জামান, মাকসুদ এইচ চৌধুরী, সবিতা দাস, মনিকা রায়,শাহাদত হোসেন রাজু, মীর নিজাম ও মনিজা রহমান।

 

Facebook Comments Box

Posted ২:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com