
আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 66 বার পঠিত
ইসরায়েলি পণ্য বয়কট করতে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচারণা শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ফ্রেন্ডস অব আল-আকসা’ এ প্রচারণা চালু করেছে। খবর: আরবনিউজ’র।
ইসরায়েলি পণ্য বয়কটে সচেতনতার আহ্বান জানিয়ে ২০ হাজারের বেশি লিফলেট বিতরণ করা হয়েছে। হ্যাশট্যাগ ‘চেক দ্য লেবেল’ (#CheckTheLabel) ব্যবহার করে টুইটারেও তাদেরকে প্রচারণা চালাতে দেখা গেছে।
পবিত্র রমজান মাসজুড়ে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানরা যেন ইসরায়েলি পণ্য না কেনে, প্রচারণায় এ আহ্বান জানানো হচ্ছে। এশিয়ার মরক্কো ও মালয়েশিয়ায়ও এ প্রচারণার পক্ষে কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় লিফলেট বিতরণ করা হয়। এতে লেখা রয়েছে, ইসরায়েলি খেজুর ছাড়াই চলুক এবারের রমজান।
প্রচারণায় যুক্তরা জানান, ২০২৩ সালের ৭৬ দিনের ইসরায়েল অন্তত ৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
nykagoj.com | Stuff Reporter