রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মরিয়ম নওয়াজের ভুল উচ্চারণ নিয়ে যা বললেন পাওলো কোয়েলহো!

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   100 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মরিয়ম নওয়াজের ভুল উচ্চারণ নিয়ে যা বললেন পাওলো কোয়েলহো!

‘জাপান-জার্মানিকে প্রতিবেশী দেশ’ বলার মতো বহু আজগুবি কথাই পাকিস্তানের রাজনীতিবিদেরা বলে থাকেন। এ যাত্রায় ভুল উচ্চারণের দায়ে সমালোচকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। দ্য আলকেমিস্টসহ অনেক জনপ্রিয় বইয়ের খ্যাতিমান ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহো’র নাম ভুল উচ্চারণ করে বেকায়দায় পড়েছেন মরিয়ম। খবর: জিওটিভি অনলাইন’র।

মরিয়ম নওয়াজ এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিষয়াশয় নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে বলেন, ‘ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েদোকে আমি অনেক আনন্দ নিয়ে পড়ি। (দ্য) আলকেমিস্ট ও ওয়ারিয়র অব লাইট লিখেছেন তিনি।’

এ সাক্ষাৎকার প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। একেকজন একেকভাবে হাস্যরস করে সাক্ষাৎকারের ওই অংশের ভিডিওটি পোস্ট দেন। এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিখেছেন, ‘নতুন লেখক চলে এসেছেন, পাওলো কোয়েদো।’ ওই শিক্ষার্থীর টুইটারেই সাক্ষাৎকারের ভিডিওর অংশটি প্রায় আট লাখ বার দেখা হয়েছে।

আরেক শিক্ষার্থী নামটি ‘পাওলো কোদো’ লিখে হাসির ইমো দিয়ে পোস্ট করেন।

তবে এবারের ঘটনা দারুণ মোড় নিয়েছে, পৃথিবীবিখ্যাত লেখক পাওলো কোয়েলহো নিজেই এ নিয়ে কথা বলেছেন। টুইটে ব্রাজিলীয় লেখক কোয়েলহো মরিয়মের ওই বক্তব্যের ভিডিও শেয়ার করে বলেছেন, বিদেশি নামের উচ্চারণে আমিও প্রায় প্রায়ই ভুল করি, অতএব আপনারা এটি সমালোচনার দৃষ্টিতে নেবেন না।’

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com