শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রংকসে সিটি কাউন্সিলওম্যান আমান্ডার ফান্ড রেইজিং

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   262 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রংকসে সিটি কাউন্সিলওম্যান আমান্ডার ফান্ড রেইজিং

 

ব্রংকসের পার্কচেষ্টার এলাকা থেকে সিটি কাউন্সিল মেম্বার পদপ্রার্থী আমান্ডা ফারিয়াসের জন্য ফান্ড রেইজ করলো এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)। রোববার ৫ মার্চ ব্রংকসের মামুন টিউটিরিয়ালসে এ উপলক্ষ্যে কমিউনিটি নেতৃবন্দের উপস্থিতিতে নৈশভোজ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসালের ব্রংকস চ্যাপ্টার প্রধান সৈয়দ তাহমেদুল হক। পরিচালনা করেন স্থানীয় আসাল সেক্রেটারি ইব্রাহিম বারো ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন আসালের প্রতিষ্ঠাতা মাফ মিছবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমান্ডা ফারিয়াস। তিনি বাংলাদেশি কমিউনিটির দাবির প্রেক্ষিতে বলেন, পার্কচেষ্টারের ওলমস্টেড ও ইউনিয়ন পোর্ট রোডের সংযোগস্থল এলাকাকে ওপেন স্ট্রিট এলাকা হিসেবে ঘোষনা করার উদ্যোগ নিবেন। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার ন্যায় কিছু করার চিন্তা আমার রয়েছে। বাংলাদেশি সিনিয়র সিটিজেনদের জন্য বাংলাবাজার এলাকায় বিনোদন ও বসার জন্য ব্যবস্থা করা হবে। সিটির সাথে এ ব্যাপারে আমি আলোচনা শুরু করবো। তিনি এলাকার আইনশৃংখলা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। মাফ মিছবাহ উদ্দীন আগামী প্রাইমারিতে আমান্ডাকে ভোট দেয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহবান জানান। তিনি বলেন, এ এলাকায় ১০ হাজার বাংলাদেশি ভোটার রয়েছে। তারমধ্যে ৬ হাজার ভোট দিলেই আমান্ডা সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হবেন। অন্যদের ভোটেরও দরকার হবে না। আর্ন্তজাতিক বাংলাভাষাকে সিটি হলে স্বীকৃতি প্রদানে আমান্ডা ফারিয়াসকে তিনি ধন্যবাদ জানান।

ফান্ড রেইজিং এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন খলিল বিরিয়ানী হাউজের সিইও খলিলুর রহমান, সাংবাদিক শামীম আহমেদ, এম তুষার পিক,জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম, কমিউনিটি একটিভিস্ট হাসান আলী, জামাল হোসেন,মিনহাজ রাসেল,আলাউদ্দীন,এম ইসলাম মামুন,সামাদ মিয়া,আমিনুল হক চুন্নু,মিয়া মোঃ আসকিন,খবির উদ্দীন ভূঁইয়া, ইমরান আলী টিপু ও আরিফ রেজা।

Facebook Comments Box

Posted ৪:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com