বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক কনসুলেটের একটি সভা ও সাংবাদিকদের দৈন্যতা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   308 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক কনসুলেটের একটি সভা ও সাংবাদিকদের দৈন্যতা

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রবাসে সবচেয়ে ব্যস্ত সেবাদানকারি একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের অর্থায়নে ডিপ্লোমেট, আমলা ও স্থানীয় কর্মচারিদের মাধ্যমে প্রবাসীদের দেখভালো করে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার ২৪ জানুয়ারি কনস্যুলেট আয়োজিত “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন। দেশের ৪র্থ শীর্ষ প্রতিনিধির বক্তব্য শোনার ও জানবার দায়িত্ব কমিউনিটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার। এ অনুষ্ঠানে সেদিন প্রায় সকল মিডিয়ার প্রতিনিধিই উপস্থিত ছিলেন। এ মতবিনিময়ে কমিউনিটির নেতৃবৃন্দ থাকবেন এটাও স্বাভাবিক।ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীসহ অনেকেই। কিন্তু শত মানুষের ভীরে কর্তব্যরত সাংবাদিকদের জন্য বসার জায়গাটিও ছিল না। ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তারা। ২ জন সম্পাদক এমন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে সভা ত্যাগ করে চলে যান। মিডিয়ার দেখভালো করছিলেন ফার্স্ট সেক্রেটারি ইশরাত জাহান। তিনি সাংবাদিকদের খোঁজ খবরও নিচ্ছিলেন। বারবার জিজ্ঞেস করছিলেন খেয়েছেন কিনা? কোন হেল্প লাগবে কিনা? মনে হচ্ছিল তিনি বেশ কেয়ারিং। সাংবাদিকদের জন্য যায়গা না থাকা বা বসার অব্যস্থাপনা নিয়ে তার দৃষ্টি আর্কষন করা হয়। তিনি বলেন, এ জন্য দুঃখিত। হলের পূর্বপাশে কয়েকটি রো সাংবাদিকদের জন্য রিজার্ভ ছিল। কিন্তু লোকজন এসে সেখানে বসে পড়ে। তাদের আর উঠানো যাচ্ছিল না। আগামীতে আমরা আরও সর্তক থাকবো। প্লিজ মনে কিছু নিবেন না।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী বেশ সাংবাদিক বান্ধব। তিনি নিউইয়র্কের অধিকাংশ সাংবাদিককে ব্যক্তিগতভাবেও চেনেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন কানসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। কথা বা প্রশ্ন করার জন্য তিনিই ফ্লোর দেবেন। কিন্তু কিছু সাংবাদিকের দৈন্যতায় অনেকেই বিরুপ মন্তব্য করেছেন। কে ফ্লোর পাবেন বা কাকে মাইক দেয়া হবে তার ডিকটেশন দিচ্ছিলেন দু’ একজন সাংবাদিক। নাম ধরে ধরে বলছিলেন, অমুক ভাইকে মাইক দিন! একজন সংবাদ কর্মিতো মাইক্রোফোনটি নিয়ে তার এক পৃষ্ঠপোষক বা বন্ধুর হাতেই দিলেন প্রশ্ন করার জন্য। উপস্থিত একজন প্রবাসী বলছিলেন, এ সব কাজও কি সাংবাদিকতার দায়িত্বের মধ্যে পড়ে? নিউইয়র্কের একজন কর্মব্যস্ত সাংবাদিকতো অনুষ্ঠান স্থলে বলেই ফেললেন, আমরা এখন আধুনিক সাংবাদিকতা দেখছি।

Facebook Comments Box

Posted ১০:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com