সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উবার ও লিফট ড্রাইভারদের ক্রিতদাসের মতো ব্যবহারের অভিযোগঃ ২৬ ফেব্রুয়ারি লার্গোডিয়া এয়ারপের্টে ধর্মঘট উবার ও লিফট ড্রাইভারদের ক্রিতদাসের মতো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   324 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উবার ও লিফট ড্রাইভারদের ক্রিতদাসের মতো ব্যবহারের অভিযোগঃ ২৬ ফেব্রুয়ারি লার্গোডিয়া এয়ারপের্টে ধর্মঘট   উবার ও লিফট ড্রাইভারদের ক্রিতদাসের মতো

 

উবার ও লিফট ড্রাইভারদের ক্রিতদাসের মতো ব্যবহার করা হচ্ছে। তাদের আয় দরিদ্রসীমার চরম নীচে। যখন তখন তাদের উবার ও লিফট চালানোর অধিকার কেড়ে নেয়ো হচ্ছে। আত্মপক্ষ সর্মথনের সুযোগ নেই। ট্যাক্সি ও লিমোজিন কমিশন ভাড়া বৃদ্ধির নির্দেশ দিলেও আদালতে মামলা করে তা আটকে দেয়া হচ্ছে। এ সবের প্রতিবাদে আগামী ২৬ ফেব্রুয়ারি রোববার নিউইয়র্ক সিটির উবার ও লিফট ড্রাইভাররা দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত লার্গোডিয়া এয়ারপোর্ট এলাকায় ধর্মঘট করবে। এ সময়ে তারা কোন যাত্রী পিক আপ করবে না। গত শুক্রবার ১৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক ট্যাক্সি ওর্য়াকারস এলায়েন্স নেতৃবৃন্দ জ্যাকসন হাইটসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এতে বক্তব্য দেন এলায়েন্সের এক্সিকিউটিভ ডাইক্টের ভৈরবি দেশাই, সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ টিপু,লস্কর রহমান,নুসরাত জাহান,জাবেদ তারিক,বিজু হায়দার ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে উবার ও লিফট কোম্পানী কর্তৃক ড্রাইভার হয়রানির বিভিন্ন দিক তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা বলেন উবার ও লিফট ড্রাইভারের কষ্টার্জিত অর্থের শতকরা ৫০ থেকে ৫৫ ভাগ কমিশন হিসেবে কেটে নেয়। এতে ড্রাইভারদের কিছই থাকে না। তারা মানবেতর জীবন যাপন করছে। ভৈরবী দেশাই বলেন, ২৬ ফেব্রুয়ারি সকল ড্রাইভারদের ধর্মঘটে অংশ নিতে হবে। প্রশাসন ও কোম্পানীগুলোকে শক্তি প্রর্দশন করতে হবে। তবেই তারা দাবি মেনে নেবে।

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com