
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 421 বার পঠিত | পড়ুন মিনিটে
১৮ বছরের নীচের ছেলেমেয়েরা ফ্রি ‘ব্রডওয়ে শো’দেখার সুযোগ পাচ্ছেন। প্রতিবছরের ন্যায় এবারও এ শো দেখানো হবে। এটি হচ্ছে ২৫তম বার্ষিক ‘কিডস নাইট অন ব্রডওয়ে’। ছেলেমেয়েরা এই স্প্রীং পিরিয়ডে ( ১ মার্চ থেকে ৩১ মে) ব্রডওয়ের বেস্ট শো গুলো বিনা মুল্যে দেখবে। অফিসিয়ালী এই ফ্রি শো শুরু হবে ২১ মার্চ থেকে।
১৮ বছরের নীচের ছেলেমেয়েদের সাথে প্রেক্ষাগৃহে একজন বয়স্ক ব্যক্তি থাকতে হবে। কার্যত বয়স্ক ব্যক্তিটি চাইল্ডসহ ২টি টিকেট কিনবেন। কিন্তু মূল্য পে করতে হবে ৫০%।
প্রতিবছর গোটা আমেরিকায় ১ লাখ ৮৩ হাজার কিডস ও টিনস ফ্রি শো দেখতে আসে। ব্রডওয় লীগের প্রেসিডেন্ট চ্যারোলেট মার্টিন বলেছেন, এতে ছেলেমেয়েদের সাথে লাইভ মুভি দেখার একটা সেতু বন্ধন তৈরি হচ্ছে। তা ইন্ডাস্ট্রিজের জন্য ভালো।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam