বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত রোববার ২৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানার ) দিনব্যাপী বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী জ্যাকসন হাইটস নবান্ন পার্টি সেন্টারের অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ধরণের সুস্বাদু ও মুখরোচক খাওয়া দাওয়ার আয়োজন ছিল অসাধারণ ও চোখ জুড়ানো। জুয়ানা বৈশাখী উৎসবের এইবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের নাট্যজগতের অন্যতম খ্যাতিমান অভিনেতা জনাব আজিজুল হাকিম, ইউএস সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাটর্নি এবং যুক্তরাষ্ট্র মূলধারার রাজনীতিবিদ ও ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, ছোটপর্দার প্রখ্যাত প্রযোজক জিনাত হাকিম , নাট্য অভিনেত্রী ফারজানা ছবি , জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট প্রিসিলা , নিউ ইয়র্ক বাংলাদেশী পুলিশ এসোসিয়েশন ( BAPA) এর সেক্রেটারি জনাব রাসেক মালিক ও বিশিষ্ট অভিনেত্রী নাজা হাকিম সহ কমিনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব আজিজুল হাকিমকে সম্প্রতি বাংলাদেশ চলচিত্র সেন্সরবোর্ডের সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানার ) পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়.। এসময় জুয়ানা বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে সিনিয়র সকল এলামনাইদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও সিনিয়র সহ সভাপতি মেহেরুন নাহার মাজেদা আজিজুল হাকিমকে জুয়ানার আজীবন সদস্য হিসাবে বিশেষ সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন।
অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিখ্যাত আইটি ইনস্টিটিউট আইডাটাকোর ইনফোটেকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সিইও ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আহমেদ সোোোোোহহেল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট প্রিসিলাকে কম্যুনিটির সেবামূলক কাজের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।। জুয়ানা সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও সহ-সভাপতি জিয়াউল হক জিয়ার অনুষ্সান ঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন মেহেরুনbনাহারbমাজেদা।
জাকজমকপূর্ণ বৈশাখী উৎসবের এই আয়োজনে উপস্থিত সিনিয়র এলামনাইদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃতীয় ব্যাচ রসায়নের মোহাম্মদ মোত্তালিব ,সপ্তম ব্যাচ পরিসংখ্যানের মুজিবুর রহমান মুজিব , সপ্তম ব্যাচের মোহাম্মদ মফিজ উদ্দিন , সপ্তম ব্যাচ ইতিহাসের শহীদুল্লাহ খান মানিক, অষ্টম ব্যাচ ফিজিক্সের মোজ্জাম্মেল হক দুলাল ও নুরনীজাহান মেঘনা অষ্টম ব্যাচ অর্থতির রানা রায়হান ও নাহিদ সুলতানা লিখন , নবম ব্যাচের আশুতোষ সাহা , ত্রয়োদশ ব্যাচের আহসান হাবিব জুয়েল ,দ্বাদশ ব্যাচের হাবিবুর রহমান হাবিব ও চতুর্দশ ব্যাচের মনির আহমেদ. এছাড়াও উপস্থিত ছিলেন সারোয়ার জামিল , ফেরদৌসী আক্তার , মোহাম্মদ মাহফুজ , মোহাম্মদ আব্দুল মান্নান , এলিজা এলমান, শায়লা নাজনীন মুক্তি , সেতু আক্তার , মোর্শেদ আলম , মোহাম্মদ নিক্কন , মোস্তাফিজ রহমান , মোঃ এআই রহিম , শারমিন মোস্তফা, মাহাথির মনোয়ার , লুৎফি রহমান , জারিন শশী , জালাল উদ্দিন , মোহাম্মদ তানজিল , আরা সনি , সাজ্জাদ মামুন, নুসরাত জাহান পিনকি , নিপা আক্তার সহ অসংখ্য সিনিয়র জুনিয়র জাবিয়ান সাবেক শিক্ষার্থীবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে জুয়ানা সিনিয়র সহ সভাপতি মেহেরুন নাহার মাজেদা ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।