শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও গুনীজন সম্মাননা ২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   348 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও গুনীজন সম্মাননা ২০২২ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও গুনীজন সম্মাননা ২০২২ ডিসেম্বর ৯, শনিবার নিউইয়র্কের গুলশান ট্যারাসে  উদযাপিত হলো । প্রায় শতাধিক এলামনাই ও তাদের পরিবারের উপস্থাতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করে তাদের প্রিয় বিদ্যাপীঠের ৫৭ তম জন্মদিবস। চবি এলামনাইএর সাধারন সম্পাদক আশিক মাহমুদের পরিচালনায় এবং এমলাক হেসেন ফয়সলের সভাপতিত্বে সভার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার ম্যাডামের পাঠানো ভিডিও বার্তা দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদশর্শন করা হয়। প্রধান অতিথি ছিলেন চবি বিজ্ঞান অনুষদের দুইবারের নির্বচিতে সাবেক ডীন ও পরিসংখ্যান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ অব: পিএসসি। আয়োজক কমিটির কনভেনর প্রফেসর সোলায়মান আগত এলামনাই ও অতিথিদেরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ দেন। সদস্য সচিব বদিউল আলম , প্রফেসর সিরাজ, হাবিবুর চৌধুরী, জাহাংগীর আলম বদরুল হক আজাদ, সমাজ সেবক হেলাল উদ্দীন ও কাজী মোবাশ্বর হাশেমী সহ সিনিয়র এলামনাইবৃন্দ বক্তব্য রাখেন। সকল এলামনাইদেরকে নিয়ে সভাপতি ও প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পর্বের সমাপ্তি ঘোষনা করেন।দ্বিতীয় পর্বে কমিউনিটিতে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য গুনীজন সম্মাননা দেয়া হয় যুক্তরাস্টের প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত শেফ খলিলুরহমান, ড. আতাউল ওসমানী, এটর্নী মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শামীমা খানম, ইকবাল হোসেন,আব্দুল হান্নান পান্না সভাপতি সন্দীপ সোসাইটি, আব্দুর রহীম, প্রফেসর আবুল কালাম আজাদ (মরোনোত্তর)ড. শওকত আলী, ড. আবুল কাসেম, কাজী ইসমাইল , সামসুল ইসলাম মজনু ও এমলাক হোসেন ফয়সল । অনুষ্ঠানেে চবি এলামনি ও বাংলা হোমকেয়ার সিডিপ্যাপ  প্রধান বীর মুক্তযোদ্ধা জাফর মাহমুদও উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে সংগীত  পরিবেশন করেন শাহ মাহবুব  ও শশী।

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com