
ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 365 বার পঠিত | পড়ুন মিনিটে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় সাংগঠনিক কার্যক্রম চালুর নিদর্শনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার ৬ মাস পর গত ১ জুলাই কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
Posted ২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam