শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্কলারশীপে কমিউনিটি কলেজে ভর্তি: আবেদনপত্র ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   354 বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্কলারশীপে কমিউনিটি কলেজে ভর্তি: আবেদনপত্র ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে

বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য স্কলারশীপে আমেরিকায় কমিউনিটি কলেজে পড়ার সুযোগ উন্মুক্ত হলো। কমিউনিটি কলেজ ইনিসিয়েটিভ কর্মসূচির আওতায় (সিসিআই) ২০২৩-২০৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহন করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আন্ডাগ্রাজুয়েট বাংলাদেশি ছাত্রছাত্রীদের এই স্কলারশীপ দেয়া হবে। এতে নির্বাচিত ছাত্রছাত্রীরা আমেরিকার কমিউনিটি কলেজগুলোতে সম্পূর্ন স্কলারশীপে এক বছর লেখাপড়ার সুযোগ পাবেন। তবে তাদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ২ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে। ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে আসন্ন জুলাই মাসে।

এই কর্মসূচিতে সুযোগ প্রাপ্তিতে কিছু শর্ত বা নিয়ম জুড়ে দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে আবেদনকারিকে বাংলাদেশি পাসপোর্টধারী বাংলাদেশে বসবাসকারি হতে হবে। থাকতে হবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ইংরেজি দক্ষতা প্রমানের জন্য টোফেল স্কোর ৪২০ বা আইইএলটিএস স্কোর থাকতে হবে ৫.০। কমিউনিটি কলেজ ইনিসিয়েটিভ কর্মসূচির সমাপ্তি শেষে বাংলাদেশে ফিরে আসার প্রতিশ্রুতি দিতে হবে। এই কর্মসূচির আওতায় শ্ক্ষিার্থীরা ২ বছরের রেসিডেন্সীসহ জে- ভিসা পাবেন। কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে সিসিআই ম্যানেজার মুশফিক হাসানের সাথে যোগাযোগ করার জন্য (ঐধংংধহগঢ@ঝঃধঃব.মড়া) দূতাবাস পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com