রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের রায় ফেব্রুয়ারির শেষ নাগাদ

ঝুলে আছে ১৫ লাখ নিউইয়র্কারের স্টুডেন্ট লোন মওকুফের আবেদন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   210 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝুলে আছে ১৫ লাখ নিউইয়র্কারের স্টুডেন্ট লোন মওকুফের আবেদন

 

মামলায় ঝুলে আছে ১৫ লাখ নিউইয়র্কারের স্টুডেন্ট লোন মওকুফের আবেদন। বাইডেন প্রশাসন সর্বোচ্চ ২০ হাজার ডলার স্টুডেন্ট লোন মকুফের ঘোষণা দিয়েছিলো গেল বছরের শুরুতে। কিন্তু রিপাবলিকান অধ্যুষিত কয়েকটি স্টেট এ ঘোষণার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ধরনের ম্যাসিভ লোন মওকুফের অধিকার প্রেসিডেন্টের আদৌ আছে কিনা তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। এর ওপর আদালতে উভয় পক্ষের শুনানী চলছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ রায় আসতে পারে। লোন মওকুফের পক্ষে রায় এলে ২ কোটি ৬০ লাখ আমেরিকান লোনের ভারমুক্ত হবেন। এর মধ্যে নিউইয়র্কেরই ১৫ লাখ । আর নেতিবাচক হলে টানতে হবে স্টুডেন্ট লোনের ঘানি। ডিপার্টমেন্ট অব এডুকেশন গেল নভেম্বরে ১কোটি ৬০ লাখ আমেরিকানের আবেদন মঞ্জুরও করেছিল। এ ব্যাপারে স্টুডেন্ট লোন সার্ভিসারদের নির্দেশ দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই আদালত লোন মওকুফের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সর্বোচ্চ লোন মওকুফের আবেদনকারি স্টেট হচ্ছে ক্যালিফোরনিয়া। দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে টেক্সাস ও ফ্লোরিডা। নিউইয়র্কের অবস্থান ৪র্থ।

Facebook Comments Box

Posted ৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com