সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সামারে ৩৫ হাজার মিডল স্কুল শিক্ষার্থী কাজের সুযোগ পাবে

সিটিতে ১৭০০ ক্রিমিনাল ঘুরেফিরে ভয়ংকর অপরাধ করছেঃ মেয়র এডামস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   355 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিটিতে ১৭০০ ক্রিমিনাল ঘুরেফিরে ভয়ংকর অপরাধ করছেঃ মেয়র এডামস

স্টেট অফ দ্যা সিটি ভাষনে মেয়র এরিক এডামস আগামী সামারে ৩৫ হাজার মিডল স্কুল ছাত্রছাত্রীর ক্যারিয়ার গঠন ও কলেজ পরিদর্শনের কর্মসূচির ঘোষণা দেন। এর অন্যতম টার্গেট হলো মিডল ও হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য সামারে কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি কলেজ পর্যায়ে টেক প্রোগ্রাম দ্বিগুন করারও ঘোষণা দেন। এতে প্রত্যেক কলেজ স্টুডেন্ট টেকনোলোজি রিলেটেড জ্ঞান নিয়ে ব্যাচেলর ডিগ্রী অর্জন করবে। মেয়র নার্সি এডুকেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নার্সেস জনশক্তির ব্যাপক ঘাটতি রয়েছে সিটিতে। কিউনি এ ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি কুইন্সের ফ্লাশিং মেডোস-করোনা পার্কের থিয়েটারে দেয়া মেয়র এরিক এডামস ‘স্টেট অফ দ্যা সিটি ভাষনে’ এ কথা বলেন। তার ভাষায়, সিটি প্রশাসন ২০২৩ সালকে জব, নিরাপত্তা, হাউজিং ও স্বাস্থ্য কেয়ারকে পিলার হিসেবে মনে করছে। ওয়ার্কিং জনগোষ্ঠীই সিটির বর্তমান এজেন্ডা। মেয়র নির্বাচিত হবার পর এটি ছিল তার দ্বিতীয় ভাষণ।
তিনি ট্রাফিক ভায়োলেন্স এর বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারন করে বলেন, ২০২৩ সাল হবে রেকলেস ড্রাইভারদের জন্য কঠিন সময়। তাদের দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং বন্ধ করতে সাড়াঁশি অভিযান চলবে। তিনি বলেন, সিটিতে গান ভায়োলেন্স কমতে শুরু করেছে। ১৭০০ ক্রিমিনাল ঘুরেফিরে সিটিতে ভয়ংকর অপরাধ/ ভায়োলেন্স করে চলেছে। তাদের দমনে এনওয়াইপিডি প্রসংশনীয় কাজ করছে। কিন্তু আইনের ফাঁক ফোকরে তারা বারবার রাস্তায় ফিরে আসে। সিটি আলবেনীর ওপর ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম করার জন্য চাপ অব্যাহত রাখবে। রাস্তা থেকে অস্ত্র উদ্ধার ও তা সরিয়ে নিতে নেবারহুড সেফটি টিম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com