সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
দরিদ্র পরিবারগুলোকে স্টেটের সাহায্য মাসে ৭৯৮ ডলার

গ্রোসারি কর্মচারি ও মিটকাটারের জন্য ৬’শ ডলার এককালীন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   224 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রোসারি কর্মচারি ও মিটকাটারের জন্য ৬’শ ডলার এককালীন

 

নিউইয়র্ক স্টেট এসিসট্যান্স (এফএ) খুব দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্টেট সাহায্য করছে। তবে পবিারটিতে ১৮ বছরের নীচের বয়সসহ সন্তান ও প্রেগন্যান্ট মহিলা থাকতে হবে। এ সহায়তার জন্য উপযুক্ত পরিবার টানা ৬ বছর আর্থিক সহায়তা পেতে পারে। তবে তা লাইফটাইম একবারই। নিউইয়র্ক স্টেট ৩ সদস্যের পরিবারের জন্য সর্বোচ্চ মাসে ৭৮৯ ডলার বরাদ্দ দিয়ে থাকে। স্টেটের পত্যেক কাউন্টির সোশাল সার্ভিস অফিস বা নিউইয়র্ক সিটির প্রত্যেক ব্যরোর লোকাল জব সেন্টারে গিয়ে এ জন্য আবেদন করা যাবে। আবেদনের ৭ দিনের মধ্যে ইন্টারভিউ ও ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যায় আবেদনের ওপর। কোন পরিবার যদি ইমারজেন্সী সংকটাপন্ন পরিস্থিতির শিকার হন তারা স্টেট এসিসট্যান্স এর জন্য আবেদন করতে পারেন।
এদিকে নিউইর্য়কারদের সহায়তার জন্য চালু হয়েছে ওয়ার্কাস রিলিফ প্রোগ্রাম। মিটপ্যাকিং, মিট কাটার, গ্রোসরী স্টোরের কর্মচারি ও ফার্ম ওয়ার্কাররা এ রিলিফ পাবার যোগ্য হিসেবে বিবেচিত। তারা আবেদনের প্রেক্ষিতে এককালিন ৬০০ ডলার পাবেন। তা দিয়ে তারা খাবার, থাকা ও কাপড়চোপড় কিনতে পারবেন। এ খাতে বরাদ্দ রয়েছে ৬৬৫ মিলিয়ন ডলার। করোনাকালীন সময়ে এই সন্মুখ সারির কর্মচারিরা এ সহায়তা পাচ্ছেন। এ সহায়তায় যোগান দিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ এএমএস। তারা ইউএফডব্লিউ ফাউন্ডেশন ও কোরাজন ল্যাটিনোর নামক ২টি সংস্থার সাথে। তারা এ সাহায্যেও জন্য আবেদনকারিদেও টেকনিক্যাল সহায়তা দিচ্ছে।
ডনউইয়র্কে ২৫ দরিদ্র মানুষ মানবেতর জীবন যাপন করছে। যা স্টেটের মোট জনগোষ্ঠীর শতকরা ১৩.৫ ভাগ। পক্ষান্তরে গোটা যুক্তরাষ্ট্রে এ হার ১২.৮ ভাগ। নিউইয়র্কের এই দরিদ্র মানুষকে টিকিয়ে রাখতে স্টেট টেম্পোরারি এসিট্যান্স প্রোগ্রাম ও হোম ওনার এসিসট্যান্স প্রোগাম চালু রেখেছে।

Facebook Comments Box

Posted ৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com