শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ড.ইউনূস মৌলবাদীদের গুরু-তসলিমা নাসরিন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ড.ইউনূস মৌলবাদীদের গুরু-তসলিমা নাসরিন

 

নিউজার্সির প্লেইন্সবরো সিটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী দম্পতি ড. নুরুন নবীর বাড়ির আঙ্গিনায় একাত্তরের প্রহরি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ—সহ জয় বাংলা স্লোগানে বিশ্বাসী প্রবাসীদের ভিন্নধর্মী এক সমাবেশে কবি—লেখক—ঔপন্যাসিক—শক্তিমান কলামিস্ট তসলিমা নাসরিন উদাত্ত কন্ঠে উচ্চারণ করলেন, ‘আমি ধন্য হয়েছি এখানে এসে। ড. নুরুন নবী ভাইকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। বকুল আপার জন্যেও আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এত গুণিজনের মধ্যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। সেই বইমেলায় (বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা) দেখা হয়েছিল, আজ আবার দেখা হলো অনেকের সঙ্গে। এবং যে কথা বলা হয়েছে যে, এখানে আমরা সবাই ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবো। এই কর্মসূচির সাথে আমার একশত ভাগ সমর্থন আছে। আমি লিখছি, আমি প্রতিবাদ করছি এই জিহাদি সরকারর বিরুদ্ধে। আমি বলি এটি মৌলবাদিদের গুরু, একে না সরালে দেশের কোন উন্নতি হবে না। আমরা সবাই মিলে সেই প্রতিবাদ করলে সেটির জোর অনেক বেশী থাকে। আজকের দিনে এখানে জড়ো হয়ে আমরা সবাই আনন্দ করলাম, সবার সঙ্গে দেখা হলো, খাবার—দাবার হলো। আবারো বকুল আপা ও নবী ভাইকে ধন্যবাদ এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। এবং এটা স্মৃতি হিসেবে থাকবো যদি আমরা একটা ভালো উদ্যোগ নেই এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন , আবার দেখা হবে’।

২২ জুনের এ অনুষ্ঠানে অংশগ্রহণকারির প্রায় সকলেই ছিলেন গত ২৪—২৫ মে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র নেপথ্য সংগঠক। সমাবেশের পর নিজের ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘আজ শ্রদ্ধাভাজন নুরুন নবী আর জিনাত বকুলে বাড়িতে কেটেছে সুন্দর একটি দিন। সারাদিন কেটেছে গান, কবিতা, খাওয়া, আর আড্ডায়। আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, জয় বাংলায়, ধর্মনিরপেক্ষতায়, নারীর সমানাধিকারে, মানবাধিকারে, গণতন্ত্রে বিশ্বাস করা মানুষ।’ তসলিমা নাসরিন অনুষ্ঠানের মধ্যমণি থাকলেও বইমেলার উদ্বোধনকারি বেলাল বেগ ছিলেন সর্বজন শ্রদ্ধার আসনেই। স্বীকৃতি বড়ুয়ার সমন্বয়ে বাচিক শিল্পী গোপন সাহার সাবলিল উপস্থাপনায় কম্যুনিটি ব্যক্তিত্ব, কবি—লেখক—কলামিস্ট আর সমাজ—সংগঠকের সকলেই বাংলাদেশে চলমান অন্যায়—অবিচার আর বিচারের নামে প্রহসনে নিন্দা—প্রতিবাদ জানান। বহুজাতিক এ সমাজে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদের এ সংকল্পকে বাস্তবায়িত করা নিয়েও কথা বলেন।

Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com