রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির দিনে কেমন মেকাপ করবেন

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টির দিনে কেমন মেকাপ করবেন

আকাশে মেঘ, একটু পরেই রোদ। কখনো কখনো সারাদিন এভাবেই চলে মেঘ-রোত্রের খেলা। বর্ষাকালের আবহাওয়াটাই এমন । তার সঙ্গে থাকে আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে । এই সময়ে মেকআপ গলে পানি হওয়ার সমস্যায় ভোগেন অনেকে। তবে রূপ বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির দিনে মেকাপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে সমস্যা অনেকটা এড়ানো যাবে।

১. দিনের বেলায় বেশি ভারী মেকআপ করবেন না।
২. মুখ যাতে তৈলাক্ত না হয় তেমন মেকআপ সামগ্রী ব্যবহার করুন। তাহলে ঘামের সমস্যা কমবে।
৩. অবশ্যই সানস্ক্রিন বেসড ক্রিম ব্যবহার করবেন।
৪. প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না। বিশেষ করে ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। তাহলে মেকআপ বেশিক্ষণ থাকবে।
৫. মুখের টি-জোন (কপাল থেকে নাক বরাবর অংশ), থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার ব্যবহার করুন। ফোলা ধরনের ব্রাশ দিয়ে পাউডার ব্যবহার করতে পারেন।

বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করার চেষ্টা করুন।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com