মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশি শিল্পীদের চিত্র প্রদর্শনী শুরু ২৭ সেপ্টেম্বর

সিটি মেয়র এডামস উদ্বোধন করবেন বাংলাদেশিদের শিল্পকর্ম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   23 বার পঠিত

সিটি মেয়র এডামস উদ্বোধন করবেন বাংলাদেশিদের শিল্পকর্ম

 

বাংলাদেশি শিল্পীদের চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।আগামী ২৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ডাউন টাউন্স্থ গ্যালারি আর্টিফেক্টে ৫ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হবে। এতে দেশি ও প্রবাসী শিল্পীদের ৬৫টি চিত্রকর্ম স্থান পাবে। বাংলাদেশ থেকে প্রায় ১০ জন শিল্পী স্বশরীরে এ পর্দশনীতে অংশ নেবেন। তাদেও মধ্যে আফজাল হোসেন ও মনিরুল ইসলাম রয়েছেন। প্রবাসেরও থাকবেন ২০ জন শিল্পী। মূলধারার কাছে বাংলাদেশি শিল্পীদের কর্ম তুলে ধরার উদ্যোগটি নিয়েছেন আইবিটিভি’র সিইও ও কালারস ম্যগাজিনের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু এবং আইবিটিভি’র চেয়ারম্যান মিলা হোসেন। গত রোববার কুইন্সের জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তারা এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটির মডারেটরের দায়িত্ব পালন করেন আইবিটিভি’র অনুষ্ঠান ও সংবাদ বিভাগের প্রধান আবীর আলমগীর। এ উদ্যোগে জাকারিয়া মাসুদ ও মিলা হোসেনের সাথে রয়েছেন বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ ও সাধারন সম্পাদক বিশ্বজিত  চৌধুরী।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক মতলুব আলী, কাজি রকিব ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। আয়োজক প্রতিষ্ঠান আইবিটিভি ও কালার ম্যাগাজিন এই প্রদর্শনীর শিরোনাম দিয়েছে ‘কালারস অব ফ্রিডম’। জাকারিয়া মাসুদ জিকু বলেন, এই ধরনের প্রদর্শনী বাংলাদেশিদের জন্য প্রথম। এতে মূলধারার শিল্প প্রেমিকসহ প্রবাসী বাংলাদেশিরা আমন্ত্রিত। এতে কোন প্রবেশ ফি নেই। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এ প্রদর্শনী উদ্বোধন হবে। মেয়র এডামস উদ্বোধন করবেন। এই প্রদর্শনীর হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ‘ ইন্টার কন্টিনেন্টাল হোটেল এন্ড রিসোর্টস’। বাংলাদেশের সিটি ব্যংকও সহায়তা করছে। প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতনামা ৩০ জন ও প্রবাসের ২৭ জনসহ মোট ৫৭ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com