রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির পানি কাজে লাগাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টির পানি কাজে লাগাবেন যেভাবে

বর্ষাকাল মানেই ঝরঝর বৃষ্টির ধারা। তবে এ বছর বৃষ্টি শুরু হয়েছে বেশ আগেভাগেই। কখনও কি ভেবে দেখেছেন প্রতি বছর এত যে বৃষ্টি হয় তা আমরা কীভাবে কাজে লাগাতে পারি। দৈনন্দিন কাজে খুবই সহায়ক হতে পারে এই পানি। বাগানে পানি দেওয়া থেকে শুরু করে পরিষ্কার করা, রান্না করা, কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করতে পারেন। যদি একটু চেষ্টা করে সংক্ষণ করতে পারেন তাহলে সারাবছরই এই পানি নানা কাজে ব্যবহার করতে পারেন।

পানীয় এবং রান্নার জন্য

বৃষ্টির জল খুবই বিশুদ্ধ, তবে সরাসরি খাওয়া যাবে না। সঠিকভাবে ফিল্টার করে এটি পানীয় এবং রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। ছাদের পানি জমিয়ে ফুটিয়ে বা ফিল্টার করে ব্যবহার করুন।

গোসল এবং কাপড় ধোয়ার জন্য

গোসল এবং কাপড় ধোয়ার কাজে বৃষ্টির পানি ব্যবহার করলে পানির বিল কমে যাবে।

গাছপালা এবং বাগানের জন্য

বৃষ্টির পানি গাছের জন্য আশীর্বাদ। সরাসরি আপনার বাগানে ঢেলে দিন অথবা পানির ক্যান দিয়ে গাছে দিন। এতে আপনার ঘরের গাছপালা সবুজ এবং সতেজ থাকবে।পোষা প্রাণী এবং পাখির জন্য

আপনার পোষা কুকুর বা বিড়ালকে বৃষ্টির পানি খাওয়াতে পারেন। পোষা প্রাণীর জন্য পানীয় জলের জন্য এটি ব্যবহার করুন। এছাড়াও, পাখির জন্য পানি ভর্তি একটি পাত্র রাখুন।

পানির ট্যাঙ্ক

যদি বৃষ্টির পানি সংগ্রহ করা হয়, তাহলে তা ঘরের পানির ট্যাঙ্কে ভরে গোসল, বাসন ধোয়া এবং অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে।

মেঝে পরিষ্কারের জন্য

ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন। এই পানি সহজেই শক্ত দাগ এবং ময়লা দূর করতে পারে।

Facebook Comments Box

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com