শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাহাব উদ্দিন সাগর ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   38 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহাব উদ্দিন সাগর ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্য মনোনীত

সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-ফোবানার স্টিয়ারিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গত ১৬ জুন সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোবানার স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে শাহাব উদ্দিন সাগরের নাম ঘোষণা করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম।

ফোবানার স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে শাহাব উদ্দিন সাগরই একমাত্র সাংবাদিক যাঁকে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-ফোবানার স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শাহাব উদ্দিন সাগর সাংবাদিকতার পাশাপাশি ব্যবসায়ও জড়িত। তিনি গুডলাক হোম কেয়ার, জাবাল আল নুর ট্রাভেল এবং সাগর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং সিইও। এছাড়া তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত নবযুগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

তিনি গত বছর অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি বাংলাদেশে থাকাকালীন কূটনৈতিক সংবাদাতাদের সংগঠন ডিক্যাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। প্রসঙ্গত: ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা) প্রবাসের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সংগঠন। ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম একটি সংগঠনও। এটি মূলত বিভিন্ন রাজ্য থেকে পরিচালিত বাংলাদেশি সংগঠনসমুহের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম।

ফোবানার মূল লক্ষ্য ছিলো: যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং এর প্রচার ও প্রসার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নানা ক্ষেত্রে সেতুবন্ধন রচনা করা। এ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে চলতি বছরের ২৯, ৩০, ৩১ আগস্ট নিউইয়র্কের পর্যটন শহর নায়াগ্রায় হোটেল শেরাটনের নান্দনিক ভেন্যুতে ৩৯তম ফোবানা সম্মেলন-২০২৫ আয়োজন করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com