শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কানেকটিকাটে “বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানেকটিকাটে “বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রর কানেক্টিকাটের ব্রীজপোটে নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) এর ১৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত হলো গত ১৫ জুন। ‘বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক—বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, ,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন, আইটিভি’র পরিচালক ও সোশ্যাল মিডিয়া এবং পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক কাগজ ডটকম এর সম্পাদক আফরোজা ইসলাম, প্রবাসমেলা— ডটকম এর নির্বাহী সম্পাদক, সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট শহীদ রাজু, কালের সংবাদ ডটকম এর সম্পাদক সোহেল চৌধুরীবাক”র উপদেষ্টা ও এনপিজেএ”র কন্ট্রিবিঊটর জুনেদ এ খান,বাক”র সভাপতি ও এনপিজেএ”র কন্টিবিঊটর নূরুল আলম খান,বাক’র সাধারণ সম্পাদক ও এনপিজেএ”র কন্ট্রিবিউটর হুমায়ুন আহমেদ চৌধুরী এবং সমাজসেবক ও এনপিজেএ”র কন্ট্রিবিউর বসির আহমেদ খান ।

সেমিনারে এ বিষয়ের উপর আলোচনা করেন এনপিজেএ এর সহ—সভাপতি ও মুক্তকন্ঠ নিউজের সম্পাদক হেলাল মাহমুদ, আইবিএন নিউজ২৪.কম এর সম্পাদক আয়েশা আক্তার রুবি।
সভায় সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য রতন তালুকদার,মনোয়ারুল ইসলাম,মইনুল হক চৌধুরী হেলাল,রিমন ইসলাম,আফরোজা ইসলাম,এবিএম সালেহ উদ্দিন,শহীদ রাজু,হেলাল মাহমুদ,সোহেল চৌধুরী,গিতালী তালুকদার,আয়েশা আক্তার রুমি,জুনেদ এ খান,হুমায়ন আহমেদ চৌধুরী,বসির আহমেদ খান,নুরুল আলম খান,আতাউর রহমান চৌধুরী,মমতাজ খানম,মোঃনাসির,এমএ সালাম,আরিফুর রহমান আরিফ এবং হাকিকুল ইসলাম খোকনকে সাইটেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com