শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কে এই জোহরান মামদানি ?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কে এই জোহরান মামদানি ?

জোহরান মামদানি ১৯৯১ সালের ৮ অক্টোবর উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন। তার বাবা মাহমুদ মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার মার্কসবাদী স্কলার এবং তার মা মীরা নায়ার ভারতীয়—মার্কিন চলচ্চিত্র নির্মাতা। পাঁচ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলে আসেন। সাত বছর বয়সে তারা নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করে। জোহরান ব্যাঙ্কের চিলড্রেন থেকে প্রথমে পড়াশোনা করেন এবং পরে ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স থেকে পাশ করেন।

 

এর পর তিনি বাউডইন কলেজে পড়াশোনা করেন এবং ২০১৪ সালে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকাকালীন তিনি ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ আন্দোলন শুরু করেন। জোহরান রাজনৈতিক যাত্রা শুরু করেন একজন ফোরক্লোজার প্রিভেনশন কাউন্সিলর হিসেবে, পরে স্থানীয় প্রচারে স্বেচ্ছাসেবক হিসেবে। এর মধ্যে রয়েছে আলি নাজমি, খাদের এল—ইয়াতিম, রস বারকান এবং টিফানি কাবানের ভূমিকা। তিনি ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদের সঙ্গে যোগ দেন।

 

মামদানি ২০২১ সালে কুইন্সের ৩৬তম ডিস্ট্রিক্টের নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ২০২২ এবং ২০২৪ সাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বর্তমানে জোহরান মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক সোশ্যালিস একজন নেতৃস্থানীয় সদস্য, তিনি গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করেন এবং ২০টি বিলের পৃষ্ঠপোষকতা করেছেন যার মধ্যে তিনটি আইনে পরিণত হয়েছে।

 

জোহরান মামদানি বার্নি স্যান্ডার্স দ্বারা অনুপ্রাণিত। তাই ২০৩০ সালের মধ্যে বিনামূল্যে সিটি বাস ভ্রমণ, ফ্রিজ ভাড়া, শহরের মালিকানাধীন মুদিখানা এবং ৩০ ডলার ন্যূনতম মজুরির পক্ষে দাবি করেছেন।

 

ইসরাইল—ফিলিস্তিনের ক্ষেত্রে, তিনি বিডিএসকে সমর্থন করেন, অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা করেন এবং গাজা যুদ্ধবিরতির আহ্বান জানান। একইসঙ্গে ইহুদি—বিদ্বেষ প্রত্যাখ্যান করেন এবং ইসরাইলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন। তিনি বৈষম্য বিরোধী আইনের পক্ষে এবং লিঙ্গ—নিশ্চিতকরণমূলক তহবিল হ্রাসের প্রতিবাদ করেন।

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com