রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকের সৌন্দর্যে যেভাবে ব্যবহার করবেন নারকেল তেল

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্বকের সৌন্দর্যে যেভাবে ব্যবহার করবেন নারকেল তেল

সুন্দর ত্বক কে না চায়? অনেকেই ত্বক সুন্দর রাখতে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেন। আবার কারও পছন্দ নামীদামি সংস্থার প্রসাধনীর ব্য়বহার। কেউ কেউ এতে ভালো ফল পান, কেউ আবার উপকার না পেয়ে হাল ছেড়ে দেন। অথচ ত্বকের যত্নে হাতের নাগালে থাকা নারকেল তেল যে কতটা উপকারী তা অনেকেই জানেন না। নারকেল তেলের ব্যবহারে ত্বক ভিতর থেকে মসৃণ এবং বাইরে থেকে টান টান হয়ে ওঠে। কীভাবে নারকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন তা জেনে নিন-

ঘুমাতে যাওয়ার আগে
রাতে ঘুমোতে যাওয়ার আগে অনেকেই নানা নাইটক্রিম, সিরাম ব্যবহার করেন। এ তালিকায় নারকেল তেল রাখতে পারেন। ত্বক টান টান রাখতে নারকেল তেলের দারুণ ভূমিকা রয়েছে। তা ছাড়া রাতে তেল মাখলে ত্বকে অনেক সময় নিয়ে শোষণ করে। পরে তার ভালো ফল পাওয়া যায়।

অয়েল ম্যাসাজ
ত্বকে ক্রিম কিংবা ময়েশ্চারাইজার দিয়ে অনেকেই নিয়মিত ম্যাসাজ করেন। মাঝেমাঝে নারকেল তেল দিয়েও ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকের রক্ত সঞ্চালণ ভালো হয়। তা ছাড়া ত্বকের প্রোটিন কোলাজেন উৎপাদনেও নারকেল তেল অত্যন্ত কার্যকরী। এতে সহজেই ত্বক টান টান হয়।

সানস্ক্রিন হিসাবে
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তবে নারকেল তেল সানস্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারেন। নারকেল তেলে থাকা এসপিএফ উপাদান সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে। অ্যান্টি-এজিং হিসাবেও নারকেল তেল উপকারী।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com