রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষায় বেড়াতে যাচ্ছেন? মেনে চলুন কিছু নিয়ম

লাইফস্টাইল ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ষায় বেড়াতে যাচ্ছেন? মেনে চলুন কিছু নিয়ম

বর্ষাকাল শুরু হচ্ছে। এ সময় প্রকৃতি অন্যরকম সৌন্দর্যে ধরা দেয়। পাহাড় হয়ে ওঠে আরও সবুজ। নদী, সমুদ্র, জলপ্রপাতও ফুলে ফেঁপে ওঠে। বর্ষায় বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। তবে কিছু ভয়ও থাকে। যেমন- অতি বৃষ্টি, পাহাড় ধস, বন্যা ইত্যাদি। প্রকৃতি এ সময় ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তাই বর্ষায় বেড়াতে যাওয়ার আগে কিছু বিষয় মাথা রাখা জরুরি। যেমন-

পর্যটন কেন্দ্র
বর্ষায় নদী, জলপ্রপাত, পাহাড়ি গ্রামই যতই মায়াবী হয়ে উঠুক না সেখানে যাওয়ার আগে জায়গাটা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন। ওই এলাকায় কেমন বৃষ্টিপাত হয়,ধস হওয়ার ঝুঁকি কেমন, প্রাকৃতিক বিপর্যয় নামলে সড়ক পথে যাতায়াত বিচ্ছিন্ন হবে কি না, তা আগে থেকে জেনে রাখা ভালো। বর্ষায় অফবিট পাহাড়ি এলাকা এড়িয়ে যাওয়াই ভালো।

আবহাওয়ার পূর্বাভাস
বেড়াতে যাওয়ার দু-তিন দিন আগে ওই জায়গার আবহাওয়া সম্পর্কে জেনে রাখুন। ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলে সেই এলাকা এড়িয়ে যাওয়াই ভালো। শুধু পাহাড়ে নয়, সমুদ্রে বেড়াতে গেলেও এই উপায় মেনে চলুন।

জরুরি জিনিস সঙ্গে রাখুন
জামাকাপড়, গ্যাজেট তো সঙ্গে থাকবেই। এর পাশাপাশি ছাতা, রেইনকোট রাখতে ভুলবেন না। এ ছাড়া ওয়াটার প্রুফ জুতো ও ব্যাগ ব্যবহার করুন। সঙ্গে অতিরিক্ত পলিথিন ব্যাগ রাখুন। জামাকাপড় ভিজে গেলে সেখানে রাখতে পারবেন।

ওষুধপত্র
বর্ষাকালে জ্বর-সর্দি থেকে পেট খারাপ, ত্বকের সংক্রমণ ইত্যাদি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তাই ওষুধপত্র সঙ্গে রাখুন। ব্যাগ গোছানোর সময় এটি ভুললে চলবে না।

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com