সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্রেডিট কার্ড ব্যবহারে পরিচয় পত্র প্রদর্শন বাধ্যতামূলক হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   43 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্রেডিট কার্ড ব্যবহারে পরিচয় পত্র প্রদর্শন বাধ্যতামূলক হচ্ছে

ক্রেটিড বা ডেবিট কার্ড ব্যবহারিকে অবশ্যই পরিচয় পত্র/আইডি কার্ড দেখাতে হবে। নতুবা ব্যবসায়ীরা কার্ডধারীর পেমেন্ট গ্রহন করবেন না। কোন ব্যবসায়ী এ আইন অনুসরন না করলে আর্থিক জরিমানা সহ আইনী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ২৫ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আপার হাউজ সিনেট সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত বিল ২৪-২২ ভোটে পাস করেছে। যার ফলে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের কেনাকাটা করার সময় একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। এতওদিন এমন বাধ্যবাদকতা অনিবার্য ছিল না। ছিল অপশনাল। অনেক সময় স্বাক্ষর করলেই যথেষ্ট ছিল।

এখন তা যাবে প্রতিনিধি পরিষদে। সেখানেও বিলটি অনুমোদন হবে তা নিশ্চিত। আর তা প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে। সিনেটর ফ্রাঙ্ক কিউ ক্রুজ কর্তৃক উত্থাপিত এ বিল অনুসারে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ডেবিট বা ক্রেডিট কার্ডের সাথে সম্পর্কিত যেকোনো লেনদেনের জন্য, সেই সাথে চেক-ক্যাশ বিনিময় বা কেনাকাটার জন্য গ্রাহকদের একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করতে বাধ্য করা হবে।

এই ব্যবস্থা লঙ্ঘনকারী যে কোনও ব্যবসায়ীকে ভুক্তভোগীর আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে। অননুমোদিত ক্রেডিট কার্ড চার্জ এবং ফি ফিরিয়ে দেওয়া হবে না এবং প্রথম লঙ্ঘনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান ২৫০ ডলার পর্যন্ত এবং পরবর্তী প্রতিটি লঙ্ঘনের জন্য ১,০০০ ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানার বিধান থাকছে। ।

বিলটি পাস হওয়ার আগে, সিনেটের ফ্লোর লিডার ডোনাল্ড এম. ম্যাংলোনা আইনটির প্রতি সমর্থন প্রকাশ করেন।ম্যাংলোনা বলেছেন, ব্যবসায়ীদের উচিত একটি বৈধ পরিচয়পত্র এবং ছবি দেখানোর প্রয়োজনীয়তাকে গুরুত্ব সহকারে নেওয়া। কারণ এটি তাদের সুরক্ষা এবং কার্ডধারীদের সুরক্ষা উভয়ের জন্য।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com