রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে ড্রামা সার্কেলের বাংলা বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   57 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ড্রামা সার্কেলের বাংলা বর্ষবরণ

প্রতি বছরের ধারাবাহিকতায় নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে ড্রামা সার্কল নিউইয়র্ক এবারো আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান। এবারের বর্ষবরণটি পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়।

 

নিউইয়র্কে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের পথিকৃৎ সংগঠন ড্রামা সার্কল দীর্ঘ ৩০ বছর ধরে পহেলা বৈশাখের দিনই আয়োজন করে আসছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার ড্রামা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, পরিপূর্ণ ও আবেগঘন। তিন দশকের সাংস্কৃতিক যাত্রার পরিপূর্ণতায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল অতীতের স্মৃতি, বর্তমানের সংগ্রাম এবং আগামীর স্বপ্নের সম্মিলন।

অনুষ্ঠানে নার্গিস আহমেদ ও আবীর আলমগীর-এর প্রাঞ্জল কথামালায় উঠে আসে কমিউনিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং বাঙালির প্রবাসজীবনের গল্প। তারা যখন কমিউনিটির সমস্যা নিয়ে কথা বলেন, তখন শ্রোতাদের চোখেমুখে ভেসে ওঠে বাস্তবতার ছায়া, আর যখন সম্ভাবনার কথা বলেন—তখন আশাবাদী হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে এক বিশেষ পর্বে সম্মান জানানো হয় সেইসব মানুষদের, যারা নীরবে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন—যাদের অবদান কখনও খবরের শিরোনামে আসে না, কিন্তু সমাজের ভিত গড়ে দেন তারা। সেই বিনয়ী ব্যক্তিদের সম্মান জানিয়ে ড্রামা সার্কেল এক অনন্য নজির স্থাপন করেছে।

পুরো অনুষ্ঠানটি ছিল বাংলা সংস্কৃতির স্নিগ্ধতায় ভরা-গানে, কবিতায়, কথামালায়, এবং আন্তরিকতায়। এটা শুধু বর্ষবরণ নয়, ছিল বাঙালিয়ানা আর কমিউনিটির প্রতি ভালোবাসার এক চমৎকার প্রকাশ।

নিউইয়র্কে বাংলা সংবাদমাধ্যমগুলোর সক্রিয় উপস্থিতি এবং এ ধরনের আয়োজনের কাভারেজ আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে প্রজন্ম থেকে প্রজন্মে। এই সাংবাদিকতা, এই সংস্কৃতি চর্চা, আর এই ভালোবাসা-সব মিলিয়ে প্রবাসে বাংলা নতুন বছর হয়ে উঠেছে এক গর্বিত আত্মপরিচয়ের উৎসব।

Facebook Comments Box

Posted ৩:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com