রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত

 

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি নতুন ট্রাস্টিবোর্ড গঠন করলো। এই বোর্ড সংগঠনের সকল অনিয়ম ও অসংগতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে।। যেকোন জটিলতা তৈরি হলে কার্যকরি কমিটিকে পরামর্শ দেবে। ১২ সদস্যের এই কমিটির ট্রাস্টিরা হলেন শাহ নেওয়াজ, কাজী আজম, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার,ফখরুল ইসলাম দেলোয়ার, আকতার হোসেন, আতরাউল আলম. জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব , আজিমুর রহমান বোরহান, ডাঃ ইনামুল হক ও নাঈম টুটুল।

 

বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গত ২০ এপ্রিল এ ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। গেল বছর সেলিম ও আলী প্যানেল ১৮ হাজার প্রবাসী বাংলাদেশিদের ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বাধীন কমিটিই এই ট্রাস্টিবোর্ড গঠন করলো। সহসাই ট্রাস্টিবোর্ডের সদস্যরা বৈঠকে বসে বোর্ডের চেযারম্যান নির্বাচিত করবেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন নতুন ট্রাস্টিবোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com