রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুইন্স ব্যরো প্রেসিডেন্টের বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুইন্স ব্যরো প্রেসিডেন্টের বিশেষ আয়োজন

নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনোভানের উদ্যোগে ১৬ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের ইতিহাস-ঐতিহ্য উদযাপনী সমাবেশ ( বাংলাদেশী হেরিটেজ) অনুষ্ঠিত হয়। কুইন্স বরো হলের সুপরিসর মিলনায়তনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্যকালে বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনোভান বলেন, ১৯১ দেশের ৩৬০ ভাষাভাষী মানুষ বাস করছেন এই বরোতে। এর অন্যতম একটি হচ্ছে বাংলাদেশীরা। নিউইয়র্ক সিটির কুইন্স কম্যুনিটিকে বৈচিত্রময় করার ক্ষেত্রে কঠোর পরিশ্রমী বাংলাদেশীরা অনন্য অবদান রেখে চলেছেন। গোটা আমেরিকায় বহু ভাষাভাষীর এলাকা হিসেবে কুইন্স বরো সে কারণেই সবকিছুকে ছাপিয়ে গেছে।

বরো প্রেসিডেন্ট বিশেষভাবে উল্লেখ করেন, ভাষার জন্যে রক্তদানের সিড়ি বেঁয়ে বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছেন। তাই বহুভাষার এই সমাজে সকলের মতামত প্রকাশের অবাধ স্বাধীনতা সমুন্নত রাখতেও বাংলা ভাষার মানুষেরা উদাহরণ হয়ে অবস্থান করেন। আজ আমি সকল বাঙালির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

কম্যুনিটি অ্যাক্টিভিস্ট সাবিনা হাই উর্বির সঞ্চালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা। এরপর কম্যুনিটির উন্নয়ন ও কল্যাণে নিরন্তরভাবে অবদানের জন্যে জেবিবিএ এবং আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, নর্থওয়েল হেলথে’র ফিজিশিয়ান পার্টনার ডা ভোলানাথ বনিক ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা লিজি রহমানকে বিশেষ সম্মানা ক্রেস্ট প্রদান করেন বরো প্রেসিডেন্ট। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্টেট সিনেটর জেলনর মাইরি, বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষে আব্দুল মুকিত চৌধুরী এবং কম্যুনিটির পক্ষে বরো প্রেসিডেন্টকে অভিনন্দন জানান গিয়াস আহমেদ।
বাঙালি রসনায় পরিপূর্ণ খাবারের মাধ্যমে শুরু হওয়া দু’ঘন্টার এ সমাবেশে কথকতার ফাঁকে নৃত্যগীতে অংশ নেন বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রধান ড. সবিতা দাসের নেতৃত্বে রুনা রায়, শাকিলা রুনা, ফার্জিন আহমেদ স্বর্ণা এবং নীলা ড্যান্স একাডেমির নৃত্যশিল্পীরা।

Facebook Comments Box

Posted ১:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com