রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড

আগামী ১৩ এপ্রিল রবিবার বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটসের সহযোগিতায় বাংলাদেশ ডে প্যারেড হতে যাচ্ছে। জ্যাকসন হাইটসের ৩৭ এভেন্যুতে এই প্যারেডের সূচনা হবে ৬৯ স্ট্রিট পার্কিং লট থেকে। শেষ হবে ৮৬ স্ট্রিটে। প্যারেডে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই ষাটটিরও বেশি সামাজিকসাংস্কৃতিকআঞ্চলিক সংগঠন নাম তালিকাভুক্ত করেছে বলে সাপ্তাহিক বাঙালীকে জানিয়েছেন হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটসের প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান।

বাংলাদেশ ডে প্যারেডে গ্রান্ড মার্শাল থাকবেন কম্যুনিটির পরিচিত মুখ এবং স্বনামধন্য ইন্সু্যরেন্স হোমকেয়ার ব্যবসায়ী শাহনেওয়াজ। মার্শাল থাকবেন মহিউদ্দিন দেওয়ান, আসেফ বারী টুটুল, নূরুল আজিম, শাহ জে. চৌধুরী, আনুভা শাহীন হোসেন, শাহজাদী পারভিন সারাহ।

ফাহাদ সোলায়মান জানান, এই প্যারেডে ফ্লোট লাইনআপে থাকবে ৭টি ফুল ট্রাক, ৭টি পিকআপ ট্রাক ৭টি এক্সোটিক কার।

প্যারেডের সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বাংলাদেশের শিল্পী অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জাহেদ খান, প্রতীক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান আতাউর রহমান সেলিম, চিফ এডভাইজার গিয়াস আহমেদ, কনভেনর মোহাম্মদ আলী, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, অর্গানাইজিং সেক্রেটারি ফেমো রকি, চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর জে মোল্লা সানি, চিফ কোঅর্ডিনেটর আহসান হাবিব, চিফ ইভেন্ট কোঅর্ডিনেটর ফখরুল ইসলাম দেলোয়ার। প্যারেডের কোচেয়ারম্যান মো. কামরুজ্জামান, কাজী আজম, নূরুল আজিম, হারুন ভুঁইয়া, ফিরোজ আহমেদ, শাহ শহীদুল হক, তরিকুল ইসলাম বাদল, কোকনভেনর শাকিল মিয়া, শাহ জে. চৌধুরী, তারেক হোসেন খান, নূর আমিন আখতার হোসেন।

বাংলাদেশ ডে প্যারেড শুরু হবে সকাল ৯টায়, চলবে বেলা ২টা পর্যন্ত।

Facebook Comments Box

Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com