
আফরোজা ইসলাম | সোমবার, ৩১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 161 বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা রোববার ২৯ মার্চ উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করলো। দেশজুড়ে প্রায় ২ হাজার ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জামাইকায়। প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মসজিত জামাইকা মুসলিম সেন্টার এই ঈদ জামায়াতের আয়োজক ছিল। স্থানীয় বিশাল স্কুল মাঠে ১০ হাজার বাংলাদেশি মুসল্লি এ জামায়াতে অংশ নেন। এছাড়া বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সে আল আমিন মসজিদ, ওজোন পার্কে আল আল আমান মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদ ও বাংলাবাজার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। । নিউজার্সি, মায়ামী,ওয়েস্ট পামবীচ, ওরলান্ডো, ডানবেরি, ফিলাডেলফিয়া, মিশিগানের ডেট্রয়েট, শিকাগো, ডালাস সহ বিভিন্ন শহরে মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থানে ২ হাজারের অধিক ঈদ জামাতে বিপুল উৎসাহ—উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ফলে মুসলিম আমেরিকান শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করেন। ঈদে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। অবৈধ ইমিগ্রান্ট ধরপাকড়ের মধ্যে অনেকের আতংক থাকলেও তার প্রভাব ঈদে পড়েনি।
ঈদের আগের রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, পার্কচেষ্টার জামাইকা, চার্চ ম,্যাকডোনাল্ড এলাকায় হাজারো বাংলাদেশি চাঁদনি রাত উৎসবে মেতে উঠেছিলেন। মধ্যরাত অবধি রাস্তার ধারে পসড়া বসিয়ে মেয়েদের হাতে মেহেদি লাগিয়েছেন। পাশাপাশি ছিল সংগীত উৎসবের। আঁতশবাজিতে মেতে উঠেছিলেন তরুণ ছেলেমেয়েরা। তবে নিউইয়র্ক পুলিশ ছিল সতর্কাস্থায়।
Posted ৩:০২ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মার্চ ২০২৫
nykagoj.com | Monwarul Islam