রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার

 

জামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২২ মার্চ শনিবার। কুইন্স ব্লম্নবার্ডস্থ আগ্রা প্যালেসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এতে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেয়। মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু উপস্থিত ছিলেন। জন ল্যু জেবিএ ও এর সভাপতি শাহ নেওয়াজের ভুয়সী প্রসংশা করেন। তিনি বলেন, শাহ নেওয়াজের মতো সবাইকে কমিউনিটির সেবায় এগিয়ে আসতে হবে। বাংলাদেশি কমিউনিটির জন্য সিটি ও স্টেট গর্বিত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি আহসান হাবিব ও সাধারন সৈয়দ রাব্বি মোহাম্মদ।

ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্যদেও মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, নাসির আলী খান পল,ইঞ্জিনিয়ার সাদেক, ফকরুল আলম, নুরুল আজিম, ফকরুল ইসলাম দেলোয়ার, ডা.ওয়াজেদ এ খান, রানো নেওয়াজ, আহসান হাবিব, হাবিবুর রহমান, আব্দুর রশীদ বাবু, মহিউদ্দীন দেওয়ান, কারুজ্জামান কামরুল, আকতার বাবুল,বিল্লাল হোসেন, এম এন হায়দার মুকুট,রেজা রশীদ, বেলাল আহমেদ,জে মোল্লা সানি,কামরুল ইসলাম সনি ও কাজি তোফায়েল ইসলাম  প্রুখখ।

 

Facebook Comments Box

Posted ৭:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com