রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   110 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

 

 

যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের সংগঠন-নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তরামেরিকা’র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ১৫ মার্চ (শনিবার) জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে। এই ইফতার মাহফিলে নিউইয়র্ক প্রবাসী বিপুলসংখ্যক নারায়ণগঞ্জবাসী পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে ক্রয়কৃত এক শ’ কবর থেকে ৫৮টি কবরের মালিকানার কাগজ হস্তান্তর করা হয়। উল্লেখ্য, নিউজার্সীর ফাউন্টেন লন মেমোরিয়াল পার্ক এসোসিয়েশন নামক কবরস্থানে এই কবরগুলো রয়েছে।

কয়েকজন কবরক্রেতা এই অনুষ্ঠানে এসে সংগঠনের সাবেক সভাপতি মির্জা ফরিদ উদ্দিনের কাছ থেকে সত্যায়িত কাগজ গ্রহণ করেন। মির্জা ফরিদ উদ্দিন জানান, সংগঠনের ব্যাংক একাউন্টে গচ্ছিত অর্থ দিয়ে কবরগুলো কেনা হয়েছিল এবং একাধিক প্রবাসী নারায়ণগঞ্জবাসীও কবর ক্রয় করেছিলেন। এক শ’ কবরের মধ্যে এখন ৪২টি কবর রয়ে গেছে। এই কবর প্রবাসী নারায়ণগঞ্জবাসী ক্রয় বা ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে আরো কবর কেনার উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান। সংগঠনের সভাপতি মোস্তফা জামাল টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পার্টিতে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন। এই আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোহসীন ও শামসুল আলম লিটন, সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু, লেখক ও সাংবাদিক দর্পণ কবীর প্রমুখ।

 

এই ইফতার পার্টিতে উপস্থিতিদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন সংগঠনের অন্যতম পৃষ্টপোষক মোশতাক আহমেদ নিউটন, এস.এম. সায়েম মিঠু, রাফাত হোসেন, দোলন খন্দকার, আসিক শিকদার কবীর, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ননী, সংগঠনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মহসিন মাহমুদ ও যুগ্ম সম্পাদক ডাঃ সাউদা সাবরিন পম্পি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাকিম আবিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান মিঠু, কণ্ঠশিল্পী নিপা জামান, মহিলা সম্পাদিকা কোহহিনুর আক্তার কলি, ফটোগ্রাফার হাবিবুল চৌধুরী, মিডিয়া কর্মী এম. আজিজুল হক প্রমুখ। এ ছাড়া সংগঠনের ইসি কমিটির নির্বাহী সদস্য ইমাম সৈয়দ হায়দার, এ.কে. এম. ইকবাল, মোহাম্মদ ইমাম, আনিসুর রহমান ও নিপা আক্তার স্ব-পরিবারে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টি মূলত নারায়ণগঞ্জবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

 

উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল বাংলাবর্ষবরণ ও পিঠা উৎসব এবং ২৪ আগষ্ট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বলে ইফতার পার্টিতে সংগঠনের কর্মকর্তারা জানান।

 

 

 

Facebook Comments Box

Posted ১১:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com