শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝটপট ইফতারে সুস্বাদু চিকেন কোফতা

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   28 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝটপট ইফতারে সুস্বাদু চিকেন কোফতা

ইফতারে মুখরোচক খাবার না হলে চলেই না। স্বাদের বিচারে মধ্যপ্রাচ্যের এই চিকেন কোফতা পেয়ে যাবে একশোতে একশো। শুধু তাই নয়, এই খাবারটি তৈরি হয়ে যাবে এক ঘন্টারও কম সময়ে। আগে থেকে মাখিয়ে রাখলে সময় লাগবে আরও কম, ইফতারের আগে শুধু ভেজে নিলেই সাধারণ ইফতারের প্লেট হয়ে উঠবে অসাধারণ।

উপকরন (৪ জনের জন্য)

– ৩ টেবিল চামচ ক্রিম চিজ

– ৪টি বোনলেস চিকেন ব্রেস্ট

– ৪টি আলু

– ১০ গ্রাম ধনেপাতা কুচি

– ২ টেবিল চামচ গার্লিক পাউডার

– ২ চা চামচ অলস্পাইস (গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন)

– ১ চা চামচ লবন

– ১২০ গ্রাম ব্রেডক্রাম্ব

– ২টি ডিম

– ৬০ মিলি তেল

প্রণালী

১) চিকেন সেদ্ধ করে ছোট কুচি করে নিন।

২) আলু সেদ্ধ করে চটকে নিন। এতে সেদ্ধ চিকেন, ধনেপাতা কুচি, ক্রিম চিজ, অলস্পাইস, গার্লিক পাউডার, এবং লবন দিন।

৩) সবকিছু ভালো করে মাখিয়ে ছোট ছোট কোফতা তৈরি করে নিন।

৪) ডিম ফেটিয়ে নিন। কোফতাগুলোকে প্রথমে ডিমে ও তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।

৫) গরম তেলে ফেলে কোফতাগুলো সোনালী করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

আগে থেকে আলু এবং চিকেনের মিশ্রনটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এক দিন পর্যন্ত। এতে বরং কোফতার স্বাদ আরও খোলতাই হবে। ভাজার সময়ে তেল খুব বেশি গরম হলে কোফতা পুড়ে যাবে, আবার যথেষ্ট গরম না হলে কোফতা বেশি তেল টেনে নরম হয়ে যাবে, তাই সাবধান থাকুন।

Facebook Comments Box

Posted ৩:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com