
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 247 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্র্রংকসে এনওয়াই সেমিনার গ্রুপের আয়োজনে শুক্রবার ৭ মার্চ অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। এতে বিপুল সংখ্যক রোজাদার অংশ নেন। পার্কচেষ্টারের খলিল বিরিয়ানী চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের অন্যতম সদস্য ও কমিউনিটি বোর্ড মেম্বার এম এন মজুমদার এলএলএম। অন্যান্য আয়োজকরা হলেন জাকির চৌধুরী সিপিএ, রিয়েলটর ইমাম হাসান,মর্টগেজ ব্রোকার ফাহিম হোসেন ও মর্টগেজ ব্যাংকার আজাদুল ইসলাম। এ ইফতারে কমিিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এ মামুন ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নি ব্রুশ ফিশার, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, আব্দুশ শহীদ, খবির উদ্দীন ভূঁইয়া, ডিটেকটিভ মাসুদ রহমান, সাইদুর রহমান লিংকন, এমডি আলাউদ্দীন, মোহাম্মদ খালেক, নুরে আলম জিকু, বেলাল উদ্দীন,তরিকুল ইসলাম মিঠু ও খলিল রহমান।
Posted ১:১২ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
nykagoj.com | Monwarul Islam