রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ফ্যামিলি ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ঢাকায় কর্মরত সাংবাদিকদের অভিভক্ত ও ভালোবাসার স!গঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। গত শনিবার ২২ ফেব্রুয়ারি ঢাকার অদূরে কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে অনুষ্ঠিত হলো। প্রায় ১৫ শত রির্পোটার, তাদের পরিবার ও অতিথিদের সহ প্রায় ৪ হাজার মানুষ এতে অংশ নেয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা অবধি সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ উল্লাসে মেতে থাকে। নাস্তা, চা,মিষ্টি, জিলাপী ও পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় সকালে। দুপুরে ভাত, গরুর মাংস, মুরগীর মাংসের রেজালা ও ডেজার্ট দিয়ে মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। বিকেলে ছিল চা ও মুড়ি চানাচুর। অতিথিদের ক্রেস্টও প্রদান করা হয়।

 


এই ফ্যামিলি ডে’র প্রধান আর্কষন ছিল দৃষ্টিনন্দিত সুইমিংপুল ও বিভিন্ন ধরনের রাইড। সাংবাদিকদের পরিবার ও ছেলেমেয়েরা তা দারুনভাবে উপভোগ করে। এটিকে অনেকে ফ্যামিলি ডে না বলে সাংবাদিকদের মিলনমেলা বলে অভিহিত করেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নতুন ও পুরাতন সদস্যরা স্মুতিচারণ ও সাক্ষাতের সুযোগ তারা হাতছাড়া করেননি। আযম মীর, এনামুল হক, মাহমুদ হাসান, স্বপন দাস গুপ্ত, সভাষ চন্দ্র বাদল, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, মফিজুর রহমান, শহিদুল আজম, মনোয়ারুল ইসলাম, শাখাওয়াত হোসেন বাদশা , খায়রুজ্জামান কামাল,মাহমুদ আল ফয়সল, আবুল কালাম আজাদ, মনির হোসেন লিটন, মাসুম আহমেদ, গাজি আবু বকর, নজরুল ইসলাম মিঠু, ইলিয়াস হোসেন,মাহমুদ হাফিজ, সদরুল হাসান, মাহমুদ হাসান, আবু দারদা জুবায়ের, আব্দুল বাতেন, উত্তম চক্রবর্তী,  আহমেদ রাজু, আব্দুল গাফ্ফার, মাহমুদ হাসান, আসাদুজ্জামান সরকার, শাহিন চৌধুরী,আব্দুল হামিদ, আজাদ মজুমদার, জাহিদ রহমান,শাখাওয়াত হোসেন, বাদশা মিয়া সহ অনেকে।


শেষ লগ্নে ল্যাফেল ড্র’র পুরষ্কার ঘোষণা শুরু হলেও বৈরি আবহাওয়ার কারনে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে তা সম্পন্ন করা হবে কর্মকর্তারা জানিয়েছেন। এই বিশাল আয়োজনের জন্য বর্তমান কমিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, গাজি আনোয়ার, নাদিয়া শারমিন, শাখাওয়াত হোসেন সুমন, আব্দুল হাই তুহিন,রফিক রফি,মজিবুর রহমান সহ পুরো কমিটির কর্মকর্তারা ধন্যবাদ পাবার দাবিদার।

Facebook Comments Box

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com