রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন

নাচ, গান এবং আড্ডায় বিশ্ব ভালোবাসা দিবস উৎযাপন করেছে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা। ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে—বরাত হওয়ায় নির্দিষ্ট দিনের আগেই ৯ই ফেব্রুয়ারি কুইন্সের উডসাইডে এ আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। সংস্কৃতিকর্মী এজাজুল ইসলাম নাইমের তত্বাবধানে এবং মাহিম আক্তার আখি, প্রিন্স মাহমুদ ও নুসরাত আয়েশা যৌথ আয়োজনে ও রাবু বিল্লাহ’র সঞ্চালনায় প্রবাসীরা মেতেছিলেন এ আনন্দোৎসবে।
আয়োজক নুসরাত আয়েশন বলেন, প্রতিবছরের মতো এবারেও সবার স্বতঃস্ফূর্ত অংশ নেওয়া আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে আমরা আরও অনুষ্ঠানের আয়োজন করবো।
মাহিম আক্তার আখি বলেন, বাংলাদেশিদের অন্যান্য অনুষ্ঠানের মতো শুধু খাবার এবং গান—বাজনা দিয়ে শেষ হয়নি। ভালোবাসার মানুষদের নিয়ে আয়োজন করি রেফেল ড্রোর। প্রত্যেকের কথা বলায় অনুষ্ঠানটি হয়ে উঠে আনন্দের, মজার।

  

 

প্রধান অতিথি শাহ নেওয়াজ বলেন, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তবে একেক জনের প্রতি ভালোবাসা একেক রকম। তাই প্রিয়জনের পাশাপাশি পরিবার—সমাজ, কমিউনিটিসহ সব মানুষকেই ভালোবাসতে হবে। মানুষের ভালো চাইতে হবে, মঙ্গল চাইতে হবে। এটাও এক ধরনের ভালোবাসা।

বিশেষ অতিথি হিসেবে নুরুল আজিম বলেন, ভালোবাসার দিবসে সবার উপস্থিতি দেখে ভালো লেগেছে। সবার ভালোবাসা পূর্ণতা পাক। সবাই পরিবারকে ভালোবাসেন। অনুষ্ঠানে কমিউনিটির আরো বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, প্রতীক হাসান, নাজু আখন্দ, প্রেমা রহমান, রেশমি মির্জা, অনিক রাজ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com