রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক, ইনক—এর এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা গত ৯ ফেব্রুয়ারি রবিবার ব্রঙ্কসে অবস্থিত নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সামাদ মিয়া জাকারিয়া এবং সাধারণ সম্পাদকের মোঃ ইমরান আলী টিপুর নেতৃত্বে সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সোসাইটির বিগত দুই বছরের কাযক্রম ও আয়—ব্যয় হিসাবের কপি উপস্থিত সকল সদস্যদের কাছে বিতরণ করা হয় ।

 

সভায় জানানো হয় যে, বর্তমান কমিটি গত দুই বছরে সোসাইটির জন্য মোট ৫০,৫৮১ মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়েছে। বিশেষ করে, ২০২৪ সালে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদানে সংগঠনটি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। সভায় পঠিত প্রতিবেদনটি শুনে সাধারণ সভার উপস্থিত সদস্যরা প্রশংসাসূচক মন্তব্য করেন।

 

সাধারণ সভায় উপস্থিত উপদেষ্টা আবু কায়ছার চিশতি এবং হাসান আলী বর্তমান কমিটির সাফল্যে সন্তুষ্ট হয়ে কমিটির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেন। এতে প্রচার সম্পাদক মছনুর রহমান গঠনতন্ত্রের কথা উল্লেখ করে দুই বারের বেশি কোনো কমিটি বহাল থাকা যাবে না বলে স্মরণ করিয়ে দেন। উপদেষ্টাবৃন্দ তখন মন্তব্য করেন সাধারণ সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয় তা গঠণতন্ত্র হিসেবে বিবেচিত।এ পর্যায়ে সভাপতি সামাদ মিয়া জাকারিয়া সংগঠনের স্বচ্ছতা ধরে রাখার জন্য এবং গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব পেশ করেন। তিনি উপস্থিত সবাইকে আগামী কমিটি গঠনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান।

 

সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সদস্য সংগ্রহ ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২৫ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুর রব মিয়া দলা মিয়া, উপদেষ্টা— হাসান আলী, উপদেষ্টা—মুক্তিযোদ্ধা আবু কায়সার চিসতি, সহ—সভাপতি—প্রফেসর আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ—মোঃ বশির মিয়া, প্রচার সম্পাদক—মসনুর রহমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক—আবু সাঈদ এস চেšধুরী, আপ্যায়ন সম্পাদক—মোহাম্মদ ইকবাল হোসেন, সাদস্যিক সম্পাদক—রুবেজ সিদ্দিক ,কার্যনির্বাহী সদস্য—আবেদ হোসেন মোল্লা ও মোঃ মাসুদ বেগ,সাধারণ সদস্য—মোহাম্মদ বখতিয়ার খোকন।

 

সভায় উপস্থিত সদস্যরা বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ কর্মকৌশল ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন। পরে সভাপতি সামাদ মিয়া জাকারিয়া সমাপনী বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি সোসাইটির অগ্রগতির জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com