
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 183 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ পুরো বাড়ি বোলডোজার দিয়ে ছাত্রজনতা ভেঙ্গে ফেলেছে। পূর্ব ঘোষণা দিয়ে এই তান্ডব চালানো হয় বলে এক প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে এই হামলার ঘটনা ঘটে। ধানমন্ডির ৩২ নম্বরে হামলার পর আওয়ামী লীগের আরও নেতাদের বাড়িতে একই কায়দায় হামলা চালানো হয়েছে বলে প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা জানিয়েছেন। ৩২ নম্বরের বাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস—এর ডাইভারসিটিতে। সভায় বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে। স্বাধীনতা বিরোধিরা তা মাটির সাথে মিশিয়ে দিয়েছে বলে সভায় বক্তারা ক্ষোভ জানিয়েছেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক, লেখক এবং কমিউনিটি এক্টিভিস্টরা। ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই ব্যানারে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বাঙালির চেতনায় ও মুক্তিযুদ্ধের স্থাপনায় আঘাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার এখনই সময়। মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িটি ঐতিহাসিক এবং কালের স্বাক্ষী হিসেবে সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত ছিল বলে বক্তারা দোষিদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার আহবান জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও ডাইভারসিটি প্লাজায় ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেছে। এতে সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ সহ নেতা কর্মিরা অংশ নেন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী ও সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অবৈধ দখলদার স্বৈরাচার ইউনূসের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলেছে। আজ জাতির জীবনে এক কালো দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাড়িটি বাঙালীর ইতিহাসের তীর্থস্থান। এই বাড়ীটি ধ্বংস করে ’৭১ এর পরাজিত শক্তি নিজেরদেরকে বাংলাদেশের গণশত্রু হিসেবে আবারও প্রমাণ করলো। এদের বিরুদ্ধে লড়াই করা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে শত্রু মুক্ত করা আজ প্রতিটি বাংলাদেশীর কর্তব্য।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশকে শত্রুমুক্ত করার এই সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ আগের মতই অক্ষরে অক্ষরে পালন করার জন্য বদ্ধপরিকর। জাতীয় বেঈমান, গরীবের রক্তচোষা স্বৈরাচারী ইউনুস এবং তার দখলদার বাহিনীর স্বরূপ বিশ্বাসীর কাছে উন্মোচনে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রতিটি কর্মী দৃঢ় প্রত্যয়ে শপথ নিচ্ছে।
Posted ২:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam