
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 126 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদশের চলচ্চিত্র ও নাট্য জগতের একঝাঁক তারাকার উপস্থিতিতে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ২৪তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড—২০২৫। অনবদ্য উপস্থাপনা, মনোমুগ্ধকর নাচ ও গানের পাশাপাশি উচ্ছল দর্শকদের সরব উপস্থিতি ফিল্ম এওয়ার্ড অনুষ্ঠান হয়ে উঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের এক মিলন মেলা। বাংলাদেশের চিত্র জগতের নায়ক নায়িকা থেকে শুরু করে নাট্য জগত, নৃত্য শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার থেকে শুরু করে নিউইয়র্কের উদ্যোক্তা ও বিশিষ্টজনকে অনুষ্ঠানে তাদের স্ব—স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান, হাস্যরস। সঙ্গীত পরিবেশন করেন পুরুস্কারপ্রাপ্ত শিল্পী—কলাকুশলীরা।
ঢালিউড অ্যাওয়ার্ডের আসর মানেই প্রবাসী বাংলাদেশিদের উপভোগ্য বিনোদন। আর এই বিনোদনের জন্য সারা বছর অপেক্ষা করেন তারা। এবারের ভেন্যু ছিল নিউইয়র্কে মূলধারার মঞ্চ ফ্রেশ মেডো’র কুইন্স থিয়েটার। বৈরি আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনপ্রিয় উপস্থাপক নীল হুরের জাহানের মনোমুগ্ধকর উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনে দেয়। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র অসাধারণ সঙ্গীত পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। শোটাইম মিউজিকের সিগনেচার প্রোগ্রাম ঢালিউড অ্যাওয়ার্ডসের ২৪তম আসরের টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এজ হোম কেয়ার। পাওয়ার্ড বাই ছিল রিভারটেল। স্পন্সর ছিল ওয়াশিংটন ইউনিভারসিটি সায়েন্স অ্যান্ড টেকনোলোজি, আবাসন ব্যবসায়ী ও বিগ আপেল হোম কেয়ার সিইও নুরুল আজিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএস—এর সভাপতি দুলাল বেহেদু এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। মঞ্চে ২৭ জন গুণী শিল্পী ও কলাকুশলী বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— সেরা অভিনেত্রী (ওয়েব) দীঘি (গাঁইয়া), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা উপস্থাপক নীল হুরে জাহান, সেরা লোকসঙ্গীত গায়িকা বিন্দুকণা, সেরা লোকসঙ্গীত গায়ব অনন্যা ইয়াসমিন অঙ্কন, শ্রেষ্ঠ লালনগীতি গায়িকা লায়লা, বিশেষ পুরস্কার (সঙ্গীত) প্রতিক হাসান, বিশেষ পুরস্কার (সঙ্গীত) সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা, বিশেষ পুরস্কার কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান, মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্য অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক (ইউএসএ) শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নেওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার ড. শাহজাদী পারভিন, মুশরাত শাহীন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মো খলিলুর রহমান।
অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবং জনপ্রিয় উপস্থাপক নীল হুরে জাহানকে প্রোক্লেমেশন প্রদান করেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের অন্যতম ডাইরেক্টর মঈন চৌধুরী। অনুষ্ঠানে স্পন্সরদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
Posted ২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam