রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদী জেলা সমিতি’র কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদী জেলা সমিতি’র  কার্যকরী পরিষদের  অভিষেক অনুষ্ঠিত
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান গত ১৯ জানুয়ারি, ২০২৫ রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের হলরুমে  অনুষ্ঠিত হয়। শীতের প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাত সত্ত্বেও প্রায় তিন শতাধিক প্রবাসী নরসিংদীবাসীর হল ভর্তি উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য উৎসবের আমেজ এনে দেয়।
স্মরণকালের সফল এই অনুষ্ঠানটি চারটি পর্বে বিভক্ত ছিল।শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং পরবর্তী তিন পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শামীম গফুর ।প্রধান নির্বাচন কমিশনার জনাব সালমান জাহিদ জুয়েল নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান ।
এটি উপস্থিত সকলের মতে একটি সফল আয়োজন। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ নবনির্বাচিত সভাপতি শামীম গফুর ও সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল ও কমিটির প্রতি আস্থা প্রকাশ করে দায়িত্ব হস্তান্তর করেন এবং নরসিংদীবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নতুন কমিটির পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করা হয় যে, প্রবাসী নরসিংদীবাসীর সমন্বয়ে সমিতির সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব,গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ল আফিস অফ লি এন্ড এসোসিয়েটস এর লিগ্যাল কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম রব্বানী ও আজহার ইসহাক খোকা, সাবেক চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড,নরসিংদী জেলা সমিতি ও সাবেক সভাপতি বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটস ।আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বি.এম. মুরাদ,ডঃ মোশাররফ হোসেন ,মোঃ আব্দুল মিজান ,কাজল হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী,জসিম খন্দকার,সাবেক নির্বাচন কমিশনার জাকির খান ,বাংলাদেশ এসোসিয়েশন অব হিউম্যান রাইটসের সভাপতি মামুন খান,
কমিউনিটি এক্টিভিস্ট বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান,বিশিষ্ট কলামিস্ট আমিনুল খান,বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রনেতা শাহীনুল হাসান ।
নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আহব্বায়ক ছিলেন মোঃ ইকবাল ভুঁইয়া ও সদস্য সচিব জিয়াউর রহমান । প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ গোলাম মোস্তফা ।আনুষ্ঠানে সর্বিক সহযোগিতায় ছিল বি এম মাসুদ ভুঁইয়া,মাসুদুর রহমান মুরাদ, আব্দুল কাইয়ুম ,সালাউদ্দিন খান তুহিন, মতিউর রহমান,নাজমুল,জেরিন,শামীমা,
সুমি,মোফাজ্জল ও ইয়াসীন মিয়া ।অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল প্রবাসী নরসিংদীবাসীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গভীর সাড়া ফেলেছে এবং প্রমাণ করেছে যে, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক প্রবাসীদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ছিল উপভোগ্য ও মনোমুগ্ধকর। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় ঊপস্থাপিকা সোনিয়া এবং তাকে সহযোগিতা করেন ফিরোজ আহম্মেদ ও আহসানুল হক বাবুল ।সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কন্ঠ শিল্পী প্রতীক হাসান ,রোজী আজাদ,পলাশী আরজুমান্দ ও আফরোজা আখতার বুলা।যাঁরা তাঁদের দক্ষ ও সাবলীল পরিবেশনায় দর্শকদের মন জয় করেন। দর্শকদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া সহ গানের সাথে নেচে পুরো সন্ধ্যাকে স্মরণীয় করে তোলে।

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com