অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব,গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ল আফিস অফ লি এন্ড এসোসিয়েটস এর লিগ্যাল কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের ডিফেন্স এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম রব্বানী ও আজহার ইসহাক খোকা, সাবেক চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড,নরসিংদী জেলা সমিতি ও সাবেক সভাপতি বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটস ।আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বি.এম. মুরাদ,ডঃ মোশাররফ হোসেন ,মোঃ আব্দুল মিজান ,কাজল হোসেন,
সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী,জসিম খন্দকার,সাবেক নির্বাচন কমিশনার জাকির খান ,বাংলাদেশ এসোসিয়েশন অব হিউম্যান রাইটসের সভাপতি মামুন খান,
কমিউনিটি এক্টিভিস্ট বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমান,বিশিষ্ট কলামিস্ট আমিনুল খান,বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রনেতা শাহীনুল হাসান ।
নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আহব্বায়ক ছিলেন মোঃ ইকবাল ভুঁইয়া ও সদস্য সচিব জিয়াউর রহমান । প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ গোলাম মোস্তফা ।আনুষ্ঠানে সর্বিক সহযোগিতায় ছিল বি এম মাসুদ ভুঁইয়া,মাসুদুর রহমান মুরাদ, আব্দুল কাইয়ুম ,সালাউদ্দিন খান তুহিন, মতিউর রহমান,নাজমুল,জেরিন,শামীমা,
সুমি,মোফাজ্জল ও ইয়াসীন মিয়া ।অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল প্রবাসী নরসিংদীবাসীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গভীর সাড়া ফেলেছে এবং প্রমাণ করেছে যে, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক প্রবাসীদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ছিল উপভোগ্য ও মনোমুগ্ধকর। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় ঊপস্থাপিকা সোনিয়া এবং তাকে সহযোগিতা করেন ফিরোজ আহম্মেদ ও আহসানুল হক বাবুল ।সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কন্ঠ শিল্পী প্রতীক হাসান ,রোজী আজাদ,পলাশী আরজুমান্দ ও আফরোজা আখতার বুলা।যাঁরা তাঁদের দক্ষ ও সাবলীল পরিবেশনায় দর্শকদের মন জয় করেন। দর্শকদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া সহ গানের সাথে নেচে পুরো সন্ধ্যাকে স্মরণীয় করে তোলে।
…