শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চশমায় দাগ ও স্ক্র্যাচ পড়েছে? সুরক্ষায় যা করবেন

লাইফস্টাইল ডেস্ক   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চশমায় দাগ ও স্ক্র্যাচ পড়েছে? সুরক্ষায় যা করবেন

চশমা কিংবা রোদচশমা ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায়। কখনোবা খানিকটা অবহেলার কারণে চশমার কাচে স্ক্র্যাচ পড়ে। আবার কখনো সামান্য ঘষাঘষিতে চশমা ও রোদচশমার কাচ বা ফাইবারে অতিসূক্ষ্ম দাগ, ফাটল তৈরি হয়। এতে চশমা ব্যবহারকারীরা একটু অস্বস্তিতে পড়েন বৈকি। তবে সঠিক কৌশল জানা থাকলে এসব দাগ ও ফাটল ঘরোয়া উপায়ে দূর করা যায়।

• বেকিং সোডা পানিতে গুলে ঘন মিশ্রণ দাগ পড়া রোদচশমার উপর লাগিয়ে দিতে হবে। তার পর মাইক্রোফাইবার ক্লথের সাহায্যে ঘষে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দাগ দূর হয়ে যাবে।
• দাগ হওয়া রোদচশমার কাচ বা ফাইবারে দাঁতের মাজন লাগিয়ে হালকা ঘষে ধুয়ে নিলেও স্ক্র্যাচ দূর হবে।
• স্ক্র্যাচ হওয়া কাচে সানস্ক্রিন লাগিয়ে হালকা ঘষে ধুয়ে ফেললেও দাগ চলে যায়।

তবে অনেকে মনে করেন ঘরোয়া উপায়ে চশমার দাগ দূর করা আসলে এক ধরনের মিথ বা ভ্রান্ত ধারণা। বরং স্ক্র্যাচ এসব টোটকায় দামি লেন্সের ক্ষতি হতে পারে। তাই স্ক্র্যাচ হওয়ার পরে নয়, শুরু থেকেই যত্ন প্রয়োজন।

চশমা-রোদচশমা স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

• রোদচশমা কেনার সময় বা তাতে পাওয়ার বসানোর সময় স্ক্র্যাচ আটকানোর জন্য ভালো কোনো আস্তরণ দিতে পারেন। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট কোটিং এ ক্ষেত্রে বিশেষ কার্যকর হতে পারে।
• মাইক্রোফাইবার ক্লথ দিয়ে নিয়মিত চশমা পরিষ্কার করে নিন। মাঝেমধ্যে লেন্স পরিষ্কার করার নির্দিষ্ট দ্রবণ ব্যবহার করতে পারেন।

Facebook Comments Box

Posted ৫:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com