রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়া এসোসিয়েশনের নির্বাচন

‘খসরু—সুয়েব’ প্যানেল নির্বাচনে।। ‘জালাল—রেণু’দের বয়কট

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘খসরু—সুয়েব’ প্যানেল নির্বাচনে।। ‘জালাল—রেণু’দের বয়কট

 

যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র ভোটার তালিকায় রেজিস্টে্রশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে রেজিস্টে্রশন কার্যক্রম সম্পন্ন হওয়ার ঘোষণা দেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। কমিশন সূত্রে জানা যায়, ১ হাজার ৮ জন সাধারণ ভোটার এবার রেজিস্টে্রশন সম্পন্ন করেছেন। সাবেক ও বর্তমান মোট লাইফ মেম্বার হচ্ছে ৬২ জন। এ সময় নির্বাচন কমিশনার সদস্য তজম্মুল আলী ও আব্দুল মুকিত চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে ভোট রেজিস্টে্রশনের শেষ দিনে রোববার এস্টোরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘পিতার নাম ছাড়া ভোটার তালিকা করার অভিযোগ এনে ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন ‘জালাল—রেনু’ প্যানেল’। অপরদিকে ভোটার নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে আসন্ন এসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘খসরু—সুয়েব’ পরিষদ সবার সহযোগিতা কামনা করেছেন। আগামী মে মাসের প্রথম সপ্তাহে এই নির্বাচন হওয়ার কথা বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অতীতে কুলাউড়া এসোসিয়েশনের ৫টি নির্বাচনে ভোটার তালিকায় পিতার নাম অন্তর্ভুক্তির বিধান ছিলো না। শুধুমাত্র ভোটারের নাম ঠিকানা, মোবাইল ও জন্ম সাল দিয়ে ভোটার রেজিস্টে্রশনের নিয়ম ছিলো। কিন্তু এবার ভোটারের সদস্য ফর্মে ‘পিতার নাম’ অন্তর্ভূক্তির দাবী উঠেছে। এ নিয়ে সংগঠনের মধ্যে মিশ্র প্রক্রিয়া লক্ষ্য করা গেছে এবং পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে একাধিক ভোটার জানান, একটি এসোসিয়েশনের ভোটার হতে যদি এতো তথ্য দেওয়া অনেকের পক্ষে সম্ভব না। কারণ তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হয়ে কেউই এ রকম একটি প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য দিতে চাইবে না। এখন হঠাৎ শুনি একটি প্যানেল পিতার তথ্য নিয়ে ভোটার তালিকায় নিবন্ধন চায়। কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকার জন্য এ রকম এসোসিয়েশনের সাথে যুক্ত থাকেন প্রবাসী বাংলাদেশীরা। এখানে ব্যক্তিগত সকল তথ্য দিয়ে কেউই নিজের তথ্যের গোপনীয়তাকে ঝুঁকিতে ফেলে ভোটার হতে চাইবে না।
তাছাড়া এ বছর নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ভোটার রেজিস্টে্রশনের শেষ দিনে এসে ভোটারদের সাথে তাদের পিতার নামের অন্তর্ভুক্তির দাবি এনে ভোট বয়কটের ঘোষণা দেওয়ায় অনেকটা বিস্মিত ভোটাররা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে আনুষ্ঠানিক ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় নির্বাচন কমিশনারবৃন্দ ছাড়াও এসময় প্রবীণ রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলাল, ‘খসরু—সুয়েব’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাশেদুল মান্নান চৌধুরী হেশাম, সদস্য সচিব জামাল উদ্দিন লিটন, সভাপতি পদপ্রার্থী সৈয়দ ইলিয়াস খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঈনুর রহমান সুয়েব, বর্তমান কোষাধ্যক্ষ কামাল আহমেদ, ভাটেরা এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সংগঠক শওকত হোসেন, মিসবাউর রহমান এনাম, ফরহাদুল ইসলাম লিটু, রাহাত বিন ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে জালালাবাদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে ‘জালাল—রেণু’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এনায়েত হোসেন জালাল বলেন, ‘পিতার নাম’ ছাড়া ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নির্বাচন কমিশনে বরাবর অভিযোগ করা হয়েছে। তবে কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বরং উল্টো নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন জালাল উদ্দিন। এছাড়াও গঠনতন্ত্র সুষ্ঠুভাবে ভোটার অন্তর্ভুক্তির সঠিক নীতিমালা না আনা পর্যন্ত, আগামীতে এসোসিয়েশনের কোনো কর্মসূচীতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহবান জানানো। তিনি বলেন, এসোসিয়েশনের গঠনতন্ত্রে সুষ্ঠুভাবে ভোটার অন্তর্ভুক্তির সঠিক নীতিমালা না আনা পর্যন্ত, আগামীতে এসোসিয়েশনের কোনো কর্মসূচিতে অংশগগ্রহণ থেকে বিরত থাকবেন বলে জানান।
হাজী বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রেজাউল করিম রেণু, জাভেদ খসরু, আশরাফ আহমেদ ইকবাল, কয়ছর রশীদ, আফাজুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
##

 

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com