রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বইমেলা ২০২৫ঃ জিয়া চেয়ারম্যান নবীর পদত্যাগ ও রোকেয়া আহবায়ক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বইমেলা ২০২৫ঃ জিয়া চেয়ারম্যান নবীর পদত্যাগ ও রোকেয়া আহবায়ক

জিয়া চেয়ারম্যান নবীর পদত্যাগ ও রোকেয়া আহবায়ক

নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান (২০২৫—২৬) নির্বাচিত হয়েছেন ডা.জিয়াউদ্দীন আহমেদ। ২০২৪’র ছাত্রজনতার অভ্যুত্থানকে ন্দ্রে করে বিদায়ী চেয়ারম্যান ড.নুরুন্নবী সহ ৫ জন পদত্যাগ করেছেন। পদত্যাগী অন্যরা হলেন ড. জিনাত নবী, ফাহিম রেজা নুর, জাকিয়া ফাহিম ও স্বীকৃতি বড়ুয়া।

জুলাই অভ্যুত্থানের পর মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটিতে দুটি ধারা তৈরি হয়েছে। একটি অংশ জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে একটি অংশ নিউইয়র্ক বাংলা বইমেলাকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার পক্ষে। কিন্তু বিপত্তি দেখা দেয় গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায়। সভায় রাজাকার ও স্বৈরাচারের সর্মথক নিয়ে পাল্টাপালিট বক্তব্য আসে। এতে আপত্তি জানিয়ে কমিটির শীর্ষস্থানীয় পাঁচজন কর্মকর্তা সভা থেকে বেরিয়ে যান। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হয়েছেন ডা. জিয়াউদ্দিন আহমেদ। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে। ৩৪তম বইমেলার আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার। তবে একাত্তরের প্রহরী নামে একটি সংগঠনের কর্মকর্তারা এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ৩৫ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা বইমেলা এ বছর জুলাই অভ্যুত্থানকারীদের দখলে চলে যাচ্ছে। এ কারণে তারা আগামী কমিটিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে রাখার পক্ষে মত দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ড. নূরুন নবী বলেন, ৯ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পুণার্ঙ্গ কমিটি হয়নি। পুরো কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়া দেব।

এ ব্যাপারে জানতে চাইলে মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য সচিব ও সিইও বিশ্বজিৎ সাহা বলেন, ৩৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় বইমেলা হয়ে আসছে। কোন দলীয় ভাবাদর্শে এ সংগঠন চলে না। আগামীতেও চলবে না। মুক্তধারায় যারাই জড়িত তারা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী । দলীয় আদর্শে বইমেলা অনুষ্ঠিত হয় না। সর্বসম্মতভাবে ৩৪তম আন্তর্জাতিক বইমেলার আহবায়ক রোকেয়া হায়দার ও মুক্তলারা ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. জিয়া উদ্দিন আহমেদ। আমাদের বিশ্বাস, এই নেতৃত্ব এ বছরের বইমেলাকেও মহিমান্বিত ও প্রবাসীদের প্রানের মেলায় পরিণত করবে।

সাংবাদিক হাসান ফেরদৌস দীর্ঘদিন ধরে বইমেলা ও মুক্তধারা ফাউন্ডেশনের সাথে জড়িত। তার দৃষ্টি আর্কষন করলে বলেন, ড. নুরুন্নবী বিদায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়েছে। আমরা নতুন কমিটি করতে ১ সপ্তাহ দেরি করে ফেলেছি। তার পদত্যাগের বিষয়টি এখন আর বিবেচ্য নয়। আর বইমেলা তার অতীত ধারাবাহিকতায় আগামী ২৩—২৬ মে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com