
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের মিডিয়াগুলোতে অস্থিরতা বিরাজ করছে। কে কখন আউট হন আর কে ইন তা বলা মুশকিল। আতংকে রয়েছে মিডিয়া প্রধানরা। সাবেক সরকারের ‘দলদাস’ সর্মথকরা এখনও অনেক মিডিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। আগষ্ট বিপ্লবের সর্মথকরা ধীরে ধীরে বিভিন্ন মিডিয়ায় স্থান করে নিচ্ছেন।
প্রবীন ও প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান ইতোমধ্যে তুমুল সমালোচনার সন্মখিন হয়েছেন। বসুন্ধরা গ্রুপের একটি অনুষ্ঠানে তার উপস্থিতি তুমুল বির্তকের জন্ম দিয়েছে। ৮৩ বছর বয়সী এই সাংবাদিক হাসিনার শাসনামলে লোমহর্ষক ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। দেশে ফেরার পর নিজের প্রতিষ্ঠিত যায়যায় দিন পত্রিকা ফেরত নিয়েছেন।
সরকার পরিবর্তনের পরপরই দৈনিক কালের কন্ঠের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন প্রখ্যাত কবি ,সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। টেলিভিশন নিউজ ২৪ এর দায়িত্ব নিয়েছেন বিএনপি সর্মথিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাদের গণি। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এর নাম প্রিন্টার্স লাইন থেকে তুলে দেয়া হলেও এখনও তিনি পত্রিকাটির দেখভালো করছেন। ঢাকার সাংবাদিক মহলের অনেকের ধারণা বসুন্ধরার আকবর সোবহান ও তার ছেলে আনভীর সোবহান দেশের রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় নঈম নিজামের পরামর্শেই কালের কন্ঠ ও টেলিভিশন নিউজ ২৪ এর শীর্ষ পদে পরিবর্তন করেছেন। নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমীন বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
জনপ্রিয় দৈনিক যুগান্তরের সম্পাদক পদে পরিবর্তন এনেছেন মালিক কর্তৃপক্ষ। প্রবীন সাংবাদিক নেতা সাইফুল আলম পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হলেন কবি ও প্রবীন সাংবাদিক আব্দুল হাই শিকদার। দৈনিক রুপান্তরে সম্পাদক হিসেবি দায়িত্ব নিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ। ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে অপসারিত হয়েছেন ইকবাল সোবহান চৌধুরী। তার সাথে বিদায় নিয়েছেন মনজুরুল ইসলাম।
বৈশাখী টেলিভিশনেও পদ পরিবর্তনের প্রক্রিয়া চলছে।পতিত সরকারের সর্মথকদের সরিয়ে দেবার প্রক্রিয়া চলছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিএফইউজে’র সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ। সাংবাদিক গোলাম মোর্তুজা ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন। হাসিনার শাসনামলের প্রেস মিনিস্টার সাজ্জাদ সবুজ দেশে ফিরে না গিয়ে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। আওয়ামী ফোরাম সর্মথিত বিএফইউজে’র সাবেক সাধারন সম্পাদক ও ভারতে নিযুক্ত সাবেক প্রেস মিনিস্টার সাবান মাহমুদ চলে এসেছেন যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তরুন ও পরিশ্রমী সাবান মাহমুদ বাংলাদেশে একাধিকবার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনা তাকে খুব স্নেহ করতেন। আওয়ামী সরকারের পতনের পরপরই তিনি দিল্লী থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন।
Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam