রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়া ৭ই জানুয়ারি লন্ডন ।। সেখান থেকে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়া ৭ই জানুয়ারি লন্ডন ।। সেখান থেকে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

আগামী ৭ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আগামী ৭ তারিখে, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্যরা এসেছিলাম তাকে শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলেছি এবং আলাপ করেছি। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা এই দোয়া চেয়েছি, আল্লাহতালা যেনো তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের এবং দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন, সেই সংগ্রামকে সফল করেন- বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা। আমরা আল্লাহতালার কাছে এই দোয়া করছি, তার এই যাত্রা যেনো সফল হয়। তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

বিএনপি মহাসচিব বলেন, কোন ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি যেনো সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন, আমরা সবাই সেই কামনা করেছি।
বেগম খালেদা জিয়া কোন নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, নির্দেশনা দিয়েছেন যে, একসঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো এবং গণতন্ত্রের পক্ষে কাজ করো।

লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে বিএনপি চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালের মাল্টি ডিসিপ্ল্যানারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার লিভার ট্রান্সপারেন্টের চিকিৎসা নেবেন। ইতিমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার রিপোর্টসমূহ সেখানে পাঠানো হয়েছে। এই হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ২৬ অক্টোবর ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস-টিপস সম্পন্ন করেছিলেন। তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসা কার্য্ক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com