রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আড্ডা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আড্ডা

 

বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি । সন্ধ্যার আলতো আঁধারে নিউইয়ক এর জ্যাকসন হাইটসে সাহিত্যামোদীদের আড্ডা অনুষ্ঠিত হলো। আয়োজনে ছিল “প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র “। ২৮ ডিসেম্বর শনিবার গ্রীন টাচ এর হলরুমে এর আয়োজন করা হয়। এটি ছিলো প্রবাহ— এর ৬ষঠ সাহিত্য সভা। প্রধান অতিথি ছিলেন এমসিটিভি’র সিইও কাজী শামসুল হক। সভাপতির আসন গ্রহন করেন আহবায়ক ডঃ আবুল কাশেম। উপস্থাপনায় সোহেল হামিদ।
ডঃ আবুল কাশেম স্বাগত বক্তব্যে “প্রবাহ “ এর সৃষ্টি ও এর কার্যক্রম বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে “প্রবাহ” তার স্বকীয় আদর্শে ধীরে ধীরে বিকশিত হচ্ছে । এর অগ্রযাত্রায় প্রবাসের সাহিত্যমোদী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কাজী শামসুল হক “প্রবাহ” এর গতিধারা অব্যহত রাখার পরামর্শ দেন এবং এর কার্যক্রম কখনো যাতে থেমে না যায়— এর সংগঠকদের সেদিকে দৃষ্টি রাখতে বলেন। তিনি স্বরচিত কবিতা “আমলনামা” পাঠ করেন। অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি এস এম মোজামমেল হক, সৈয়দ হাসমত আলী, সেলিনা বানু, এম লিয়াকত এলাহী, কে. এম. ফজলুল হক, মোঃ শাহ আলম, জনাব আব্দুর রহমান ও রুমা বেগম।

 

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com