
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত | পড়ুন মিনিটে
বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি । সন্ধ্যার আলতো আঁধারে নিউইয়ক এর জ্যাকসন হাইটসে সাহিত্যামোদীদের আড্ডা অনুষ্ঠিত হলো। আয়োজনে ছিল “প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র “। ২৮ ডিসেম্বর শনিবার গ্রীন টাচ এর হলরুমে এর আয়োজন করা হয়। এটি ছিলো প্রবাহ— এর ৬ষঠ সাহিত্য সভা। প্রধান অতিথি ছিলেন এমসিটিভি’র সিইও কাজী শামসুল হক। সভাপতির আসন গ্রহন করেন আহবায়ক ডঃ আবুল কাশেম। উপস্থাপনায় সোহেল হামিদ।
ডঃ আবুল কাশেম স্বাগত বক্তব্যে “প্রবাহ “ এর সৃষ্টি ও এর কার্যক্রম বিষয়ক আলোচনা করেন। তিনি বলেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে “প্রবাহ” তার স্বকীয় আদর্শে ধীরে ধীরে বিকশিত হচ্ছে । এর অগ্রযাত্রায় প্রবাসের সাহিত্যমোদী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কাজী শামসুল হক “প্রবাহ” এর গতিধারা অব্যহত রাখার পরামর্শ দেন এবং এর কার্যক্রম কখনো যাতে থেমে না যায়— এর সংগঠকদের সেদিকে দৃষ্টি রাখতে বলেন। তিনি স্বরচিত কবিতা “আমলনামা” পাঠ করেন। অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি এস এম মোজামমেল হক, সৈয়দ হাসমত আলী, সেলিনা বানু, এম লিয়াকত এলাহী, কে. এম. ফজলুল হক, মোঃ শাহ আলম, জনাব আব্দুর রহমান ও রুমা বেগম।
Posted ৭:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
nykagoj.com | Monwarul Islam