
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক এর কার্যকরী কমিটির বিদায়ী সভাপতি সাইদা আক্তার লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিনের পরিচালনায় এক সভায় নবনির্বাচিত সভাপতি এম এস আলম ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকারের কাছে গত ২৯শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয় । বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আগামীর সকল কর্মকান্ডে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কমিটি সহ সকল প্রাক্তন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অত্যন্ত সৌহার্দপূর্ণ এই সভায় উপস্থিত বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক স্বরনীয় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।সভায় আরো বক্তব্য রাখেন মোল্লা মনিরুজ্জামান, মোঃ তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ তালুকদার, মোঃ স্বপন বড়ুয়া, মোঃ হানিফ মজুমদার, আজহার আলী খান, মোঃ জহিরুল হক, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল মতিন, সুশীল সিনহা, এ কে এম বেলাল হোসেন মাহমুদ, মোঃ আলমগীর শরীফ ও ইশতিয়াক ফিরোজ।সকল নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে সংগঠনের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। সব শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam