
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 127 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটি স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট এসএইটএসএটি পরিচালনাকারী প্রতিষ্ঠান পিয়ারসন’র সাথে ১৭ মিলিয়ন ডলারের ৫ বছরের চুক্তি অনুমোদিত হয়েছে গত ১৮ ডিসেম্বর বুধবার। এর ফলে এসএইচএসটি এর মাধ্যমে ৮টি স্পেশালাইজড পাবলিক স্কুলে ভর্তি হওয়ার সুযোগ বহাল থাকছে। এই আটটি স্পেশালাইজড স্কুলের মধ্যে অন্যতম হচ্ছে স্টাইভেসান্ট, ব্রুকলিন টেক,ব্রঙ্কস স্কুল অফ সায়েন্স।
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুসারে এই সিটির শিক্ষা বিভাগের প্যানেল ফর এডুকেশন পলিসি (পিইপি) ১৪-২ ভোটে ৫ বছরের এই চুক্তির নবায়ন অনুমোদন করেছে। মিটিংয়ে শতাধিক শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন। তাদের বক্তব্য ছিল এই পরীক্ষাটি চালিয়ে যাওয়ার পক্ষে। এই চুক্তি নবায়নের ফলে ২০২৬ সালের ফ্রেশম্যান ক্লাসের জন্য ডিজিটাল এবং কম্পিউটার অ্যাডাপটিভ সংস্করণে পরীক্ষা চালু করা হবে।
‘খানস টিউটোরিয়াল’র প্রেসিডেন্ট ডা. ইভান খান জানান, এর ফলে ২০২৬ সালের ফ্রেশম্যান ক্লাসের জন্য প্রস্তুতি নেয়া শিক্ষার্থীরা নিশ্চিত থাকতে পারে পরীক্ষাটি তারা দিতে পারবে, তাদের জন্য সুযোগ অব্যাহত আছে।
এদিকে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশীদের সর্ববৃহৎ কোচিং সেন্টার খান’স টিউটোরিয়ালের নেতৃত্বে স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্টের টেস্টিং কন্ট্রাক্ট বিষয়ে ভোটাভুটির প্রাক্কালে একটি র্যালির আয়োজন করে নিউইয়র্ক সিটি হলের সিঁড়িতে। এই র্যালিতে নিউইয়র্ক স্টেট সিনেটর, এসেম্বলি সদস্য ও সিটি কাউন্সিল সদস্যরা যোগ দেন। উল্লেখ্য প্যানেল ফর এডুকেশন পলিসি পাঁচ বরোর অভিভাবকদের এই প্যানেল অনুমোদনের জন্য ভোট দেয়ার অনুরোধ জানায়।
নিউইয়র্ক সিটি কউন্সিলওাম্যান সুসান ঝং র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের এই চুক্তি পাশ করতে হবে। এটা স্টেটের ল। আমাদের নিশ্চিত হতে হবে আমাদের ছেলেমেয়েরা যেন এই স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট দিতে পারে। কারণ এখন এই টেস্ট নিয়ে নানা পলিটিকেল গেম চলছে। আমাদের নিশ্চিত হতে হবে যে ইমিগ্রান্ট কম্যুনিটি যেন যে কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তারা তা গ্রহণ করবেই। আপনি যদি শিক্ষকদের সাপোর্ট করেন তাদের সলিড কারিকুলাম দিতে পারেন শিশুরা অবশ্যই সফল হবে।
খান’স টিউটোরিয়ালের সিইও ড. ইভান খান বলেন, স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট হচ্ছে নিউইয়র্ক সিটির ছাত্র-ছাত্রীদের জীবন পরিবর্তন করা শিক্ষা বিষয়ক অভিজ্ঞতা। এই চুক্তি নবায়ন করার কোনো বিকল্প নেই। তিনি প্যানেল ফর এডুকেশন পলিসিকে চুক্তি নবায়ন করার সনির্বন্ধ অনুরোধ জানান। (তথ্য সূত্র-পরিচয়)
Posted ৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam