সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

ভারতের আগ্রাসন এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসীরা। গত ১৩ ডিসেম্বর উক্ত সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা ছেঁড়ার তীব্র প্রতিবাদ জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, ভারতের মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুরের মাধ্যমে হীন মন—মানসিকতার পরিচয় দিয়েছে।

ভারতের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত আছে বলেও এই পথসভা থেকে জানানো হয় । বক্তারা আরো বলেন, আওয়ামী ফ্যাস্টিট দলের সদস্যরা ভারতের সাথে ইন্ধন করে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। প্রচন্ড শীত উপেক্ষা করে সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ প্রবাসীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মনজুরুল আলম, মো. তোফায়েল আহমেদ ও বোরহান উদ্দিন।বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড. নজরুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com