শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশরুমের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়াশরুমের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

ওয়াশরুম ঝকঝকে তকতকে না হলে ভালো লাগে না। ভেতরে কেমন যেন অস্বস্তি কাজ করে। আবার অনেক সময় ঝকঝকে ও পরিষ্কার ওয়াশরুমেও দুর্গন্ধ থেকে যায়। এমন সময় বাসায় অতিথি এলে খুব খারাপ অবস্থায় পড়তে হয়। তাই ওয়াশরুম পরিষ্কার রাখার পাশাপাশি দুর্গন্ধমুক্তও রাখা চাই।

ওয়াশরুম দুর্গন্ধমুক্ত রাখবেন যেভাবে
• ওয়াশরুমে ভেজা তোয়ালে, গামছা কিংবা কাপড় রাখবেন না। ভেজা কাপড়ের কারণে বাথরুম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। অপরিচ্ছন্ন ভেজা তোয়ালের দুর্গন্ধ তো আরও ভয়ানক। তোয়ালে বা গামছা নিয়মিত সাবান দিয়ে ধুয়ে নিন।
• বালতিতে কাপড় ভিজিয়ে ২৪ ঘণ্টা বা তার বেশি সময় রেখে দিলেও দুর্গন্ধ বের হয়। তাই দিনের পর দিন ওয়াশরুমের বালতিতে কাপড় ভিজিয়ে রাখবেন না।
• গন্ধ দূর করতে ওয়াশরুমে একটি ছোট সুগন্ধি ডিফিউজার রেখে দিন। এই ডিভাইসটি সাধারণত এসেনশিয়াল অয়েলে ভর্তি থাকে। প্লাগ পয়েন্টের মাধ্যমে এটি গরম হয়ে এসেনশিয়াল অয়েলকে গরম হয়ে বাতাসে মিশিয়ে দেয়। বাথরুম সুরভিত থাকে।
• ওয়াশরুমে কিছু সুগন্ধির প্যাকেট রাখতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির সুগন্ধির প্যাকেট কিনতে পাওয়া যায়। প্যাকেটের সিল খুলে এক কোণায় রেখে দিলেই হয়।
• ওয়াশরুমে যেন ভালোভাবে বাতাস চলাচল করে, সেদিকে খেয়াল রাখুন। ওয়াশরুমের জানালায় কিংবা কোনো দেয়ালে এগজস্ট ফ্যান রাখতে পারেন। বাথরুম ব্যবহারের পর জানালা খুলে দিন বা এগজস্ট ফ্যান চালিয়ে দিন।
• দুর্গন্ধ দূর করার জন্য ওয়াশরুমে জ্বালিয়ে রাখতে পারেন সুগন্ধী মোম। এতে ওয়াশরুম সতেজ ও সুগন্ধযুক্ত থাকবে। তবে এই মোম জ্বালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ একটু অসাবধানতায় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
• ওয়াশরুম সতেজ ও দুর্গন্ধমুক্ত রাখতে মানিপ্ল্যান্ট কিংবা ক্যাকটাস রাখতে পারেন। এতে বাতাস সতেজ হবে আবার দুর্গন্ধও দূর হবে। সম্ভব হলে ফুলদানিতে এক গোছা সুগন্ধী ফুলও রাখতে পারেন।

Facebook Comments Box

Posted ১০:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com