সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহান বিজয় দিবসে নিউইয়র্ক কাগজের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   140 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহান বিজয় দিবসে নিউইয়র্ক কাগজের শুভেচ্ছা

 

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে রুখো দাঁড়িয়েছিল। ছিনিয়ে এনেছিল লাল সবুজের বিজয় পতাকা। সমগ্র বাঙালি জাতির গর্ব ও অহংকারের দিন ১৬ ডিসেম্বর। গর্বিত এই দিনটির জন্য সারা দেশের মানুষ বছরব্যাপি অপেক্ষায় থাকেন। প্রবাসি বাংলাদেশিরা এদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। মহান বিজয় দিবসে নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সাপ্তাহিক নিউইয়র্ক কাগজের সকল সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা এবং অগণিত শুভান্যুধায়িদের শুভেচ্ছা জানাচ্ছি। ‘আমরা প্রবাসে আমাদের মাতৃভূমির লাল সবুজের এই পতাকার মর্যাদা শীর্ষে তুলে ধরবো। দুর্বার গতিতে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’

টানা নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে অকাতরে প্রাণ দিয়েছেন লাখ লাখ ছাত্র—জনতা এবং আপামর জনগণ।

বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কমিউনিটির সকল আয়োজনের সফলতা কামনা করছি। বাংলাদেশ দির্ঘজীবি হোক।

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com